করিমগঞ্জ | দামছড়ায় দশ কো‌টি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার পাথারকা‌ন্দির ব‌লে‌রো চালক খ‌লিল

< 1 - মিনিট |

পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : শনিবার সকাল দশটায় দামছাড়ায় কর্তব্যরত পুলিশ একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয় । যার ওজন এক কেজি ৩০০ গ্রাম এবং কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

আসাম থেকে ত্রিপুরায় পাচার করতে গিয়ে ব্রাউন সুগার সমেত আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দির খলিল উদ্দিন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে এনে তদন্ত শুরু করেছে। এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে।

KRC TIMES| Promotional

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *