নীতিন গড়কড়ি জানান, কর্মসংস্থান বৃদ্ধি করে দেশে আর্থিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক
মঙ্গলবার সড়ক পরিবহণ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন নীতিন গড়কড়ি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রকের দায়িত্বভারও এদিন গ্রহণ করেন তিনি।
আগের এনডিএ সরকারের জমানায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকেরই দায়িত্বভার সামলেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি। দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিন গড়কড়ি বলেন, কর্মসংস্থান বৃদ্ধি করে দেশে আর্থিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। দেশের আর্থিক বৃদ্ধি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মাধ্যমে গ্রামীণ এবং কৃষিজাত অর্থনীতির বিকাশ ঘটানো হবে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে। খাদি গ্রামীণ উদ্যোগের মাধ্যমে পণ্য রফতানির পদ্ধতি আরও বেশি পরিমাণে উন্নত করা হবে। এদিন নিজের সড়ক পরিবহণ মন্ত্রকের জন্য কিছু লক্ষ্য মাত্রা ধার্যও করেন নীতিন গড়কড়ি। তিনি বলেন গোটা দেশজুড়ে রাস্তার পাশে ১২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রতিদিন ৪০ কিলোমিটার করে রাস্তা সম্প্রসারণ করা হবে। উল্লেখ করা যেতে পারে গত এনডিএ জমানায় প্রতিদিন ২৬ কিলোমিটার করে রাস্তা সম্প্রসারণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল।