কলকাতার বাজারে ১০০ টাকা কিলো পেঁয়াজ

< 1 - মিনিট |

রবিবার কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম পৌঁছল ১০০ টাকায় ।

কে আর সি টাইমস ডেস্ক

বেড়েই চলেছে পেঁয়াজের দাম। রবিবার কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম পৌঁছল ১০০ টাকায় । পেঁয়াজের লাগামছাড়া দামে পকেটে টান মধ্যবিত্তের । চিন্তায় মার্কেটের পেঁয়াজ পট্টির ব্যবসায়ীরাও । যদিও আজ আলুর দাম ২৪ থেকে ২৬ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে।

পুজোর মরশুমের আগে থেঠেই দেশজুড়ে বাড়তে শুরু করেছিল পেঁয়াজের দাম । এবার মহার্ঘ পেঁয়াজ । শহরের সমস্ত বাজারেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। বিক্রেতাদের দাবি , ভিন রাজ্য থেকে পিয়াজ আমদানিতে টান পড়াতেই বাজার গরম । ফেলে  হেঁশেলে আগুন। 

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম । কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে একই ছবি । মে মাসের আগেও খুচরো বাজারে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছিল পেঁয়াজ। দাম দ্বিগুণ হওয়ায় জেরবার ক্রেতারা । পশ্চিমবঙ্গে পেঁয়াজ উৎপাদন কম হয় । মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাকলি ও অন্ধ্রের কুরনুল থেকে পেঁয়াজ আমদানি করা হয়। চলতি বছরে অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি নাসিক ও মাকলিতে । ক্ষতি হয়েছে পেঁয়াজ চাষ । এর জেরে উৎপাদন তলানিতে । যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে । এর সঙ্গে যোগ হয়েছে পেট্রোলের মূল্যবৃদ্ধি ও পরিবহণগত নানা সমস্যা । নাসিক থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যে পেঁয়াজ রফতানি গত কয়েক বছরে বেড়েছে । এর জেরে বাজারে পেঁয়াজের সরবরাহে টান পড়েছে ।

গত সপ্তাহে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রী রাম বিলাস পাসওয়ান রাষ্ট্রায়্ত্ত সংস্থা এমএমটিসিকে এক লক্ষ টন পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন । পেঁয়াজের খুচরো দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news