নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ১০ একর জমির উপর বর্তমানে একটি হরিণালয় রয়েছে। সেখানেই এই নয়া চিড়িয়াখানাটি তৈরি হবে
পশু প্রেমীদের জন্য সুখবর। খোদ কলকাতাতেই তৈরি হতে চলেছে আরও এক চিড়িয়াখানা। আলিপুরের পাশাপাশি নিউটাউনেও এবার তৈরি হতে চলেছে চিড়িয়াখানা।
স্টেট জু অথরিটির সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে আগামী আর্থিক বর্ষে নতুন চিড়িয়াখানা তৈরির কাজ শুরু হয়ে যাবে। নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ১০ একর জমির উপর বর্তমানে একটি হরিণালয় রয়েছে। সেখানেই এই নয়া চিড়িয়াখানাটি তৈরি করা হবে বলেই খবর। তবে,পূর্ণাঙ্গ চিড়িয়াখানা নয়, মিনি-জু হিসেবেই তৈরি করা হবে। মিনি জুতে থাকবে জিরাফ, জেব্রা, জলহস্তি, কুমির,এছাড়াও বিভিন্ন বিদেশি পাখিরাও। হরিণের জন্য আলাদা আলাদা খাঁচা তৈরি করা হচ্ছে। একটি খাঁচায় সম্বর, চিতল, বার্কিং ডিয়ার রাখা হচ্ছে। অন্যদিকে, নীলগাই, চিতল সহ অন্যান্য হরিণ রাখা হবে।