শুক্রবার কলকাতার রানী রাসমনি রোডে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল কেশারীনাথ ত্রিপাঠি| পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বৈর্গীয়
আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ৷ সারা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হল দিনটি | শুক্রবার কলকাতার রানী রাসমনি রোডে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল কেশারীনাথ ত্রিপাঠি| পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বৈর্গীয়|
বর্তমানে এই চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখতে দেশে-বিদেশে নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। এই প্রযুক্তি নির্ভর সময়ে, পরিবর্তিত আবহাওয়ায় মানুষের জীবনে প্রতিনিয়ত দানা বাঁধছে বিভিন্ন রোগ-ব্যাধি। আর তার অনেকগুলি থেকেই মুক্তি দিতে পারে যোগ। ২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি “বিশ্ব যোগ দিবস” হিসাবে পালন করছে রাষ্ট্রপুঞ্জ। শুক্রবার পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পালন হল | আজ কলকাতার রানী রাসমনি রোডে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস|কলকাতার রানী রাসমনি রোডে আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল কেশারীনাথ ত্রিপাঠি| কেশারীনাথ ত্রিপাঠির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বৈর্গীয়|
এদিকে, যোগ দিবস উপলক্ষ্যে আজ উল্টোডাঙ্গায় হাডকো মোরের কাছে কালিকা প্রসাদ মুক্ত মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিল চিকিৎসা শিবিরের আয়োজন করেছে|চিকিৎসার জন্য ছিল ১৫ টি বেড ৩০ জন চিকিৎসক|যোগার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাও চলছিল সেখানে |