গতকাল ১ জুলাই থেকে অ্যাপ ক্যাব ধর্মঘটের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের | সেক্ষেত্রে ভরসা ছিল হলুদ ট্যাক্সি। মঙ্গলবার রইল না সেই ভরসাটুকুও । এদিন হলুদ ট্যাক্সি ধর্মঘটের জেরে ভোগান্তি চরমে ওঠে যাত্রীদের । আজ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাওড়া, শিয়ালদা স্টেশন ও দমদম বিমানবন্দর থেকে আগত যাত্রীরা । শিয়ালদহ স্টেশনের এক যাত্রী জানান, কয়েক দিনের জন্য […]
গতকাল ১ জুলাই থেকে অ্যাপ ক্যাব ধর্মঘটের জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের |
সেক্ষেত্রে ভরসা ছিল হলুদ ট্যাক্সি। মঙ্গলবার রইল না সেই ভরসাটুকুও । এদিন হলুদ ট্যাক্সি ধর্মঘটের জেরে ভোগান্তি চরমে ওঠে যাত্রীদের । আজ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাওড়া, শিয়ালদা স্টেশন ও দমদম বিমানবন্দর থেকে আগত যাত্রীরা ।
শিয়ালদহ স্টেশনের এক যাত্রী জানান, কয়েক দিনের জন্য পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তারা । সঙ্গে রয়েছে প্রচুর লাগেজ ও পরিবারের খুদেরা । এই অবস্থায় ট্যাক্সি না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে । সেক্ষেত্রে বাসই ভরসা। এদিন এই একই অভিযোগ করেন, হাওড়া স্টেশনের এক যাত্রী । তাঁর কথায়, ট্যাক্সি বন্ধ হয়ে যাওয়ায় ভিড়ের চোটে ওঠা দায় হয়ে উঠেছে বাসে। এই অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের বিষয়টি দ্রুত দেখা দরকার ।
অন্যদিকে, এদিন একই চিত্র দেখা গেল দমদম বিমানবন্দরেও । এদিন বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ছিলেন রাজেশ সাউ । তার অসুস্থ মা-কে নিয়ে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন তিনি । ফিরে দেখছেন বিমানবন্দর ট্যাক্সি শূন্য । এদিন রাজেশ সাউ জানান, তার মা এতটাই অসুস্থ তার পক্ষে বাসে করে যাওয়া সম্ভব নয় । সেক্ষেত্রে তাকে বুক করতে হয়েছে প্রাইভেট গাড়ি । অন্যদিকে অ্যাপ ক্যাব সহ হলুদ ট্যাক্সি বন্ধ থাকায় চড়া দাম হাকাচ্ছে প্রাইভেট গাড়ি গুলো, এদিন এমনটাই অভিযোগ করেন তিনি ।
উল্লেখ্য, ১ জুলাই ও ২ জুলাই ভাড়াবৃদ্ধি সহ অন্যান্য দাবি নিয়ে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব সহ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ওলা-উবের সংগঠনের অভিযোগ, কোম্পানি খেয়াল খুশি মত চালকদের আইডি ব্লক করে দিচ্ছে । তার ফলে প্রতিনিয়ত বেকার হয়ে যাচ্ছে ওলা উবের চালকরা । মূলত এই দুই সমস্যাকে সামনে রেখেই আন্দোলেনে নামছেন তারা | যদিও এছাড়া একাধিক দাবি রয়েছে তাদের ।
অন্যদিকে, লাক্সারি ট্যাক্সি ড্রাইভারদের অভিযোগ, পুলিশের জুলুমে রাস্তায় নামা দায় হয়ে উঠেছে তাদের | এমনকি কিছু চালক রীতিমত ভয় পাচ্ছেন রাস্তায় নামতে । এই গাড়িগুলো মূলত সরকারি কর্মীদের জন্য ব্যবহার হয়ে থাকে । এরই প্রতিবাদে ওলা-উবের সংগঠনের সঙ্গে মিলে একই দিনে প্রতিবাদ জানাবেন | দুই সংগঠনেরই অভিযোগ, তাদের সমস্যার কথা বার বার সরকারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি, তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে চলেছে তারা | অন্যদিকে এই একই দাবি প্রসঙ্গে ২ জুলাই ধর্মঘটের ডাক দেয় হলুদ ট্যাক্সিও ।