কলকাতায় বৃহত্তম বিজ্ঞানমেলায় অংশ নেবে কেন্দ্রের নানা সংস্থা

2 - মিনিট |

৫ নভেম্বর থেকে এবারের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (আইআইএসএফ) শুরু হচ্ছে। কলকাতায় এই অনুষ্ঠান চলবে ৮ নভেম্বর পর্যন্ত

কে আর সি টাইমস ডেস্ক

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে আসছেন দেশ-বিদেশের বিজ্ঞানীরা। ৫ নভেম্বর থেকে এবারের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (আইআইএসএফ) শুরু হচ্ছে। কলকাতায় এই অনুষ্ঠান চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই ক’দিন রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং কলকাতার নানা গবেষণা সংস্থায় সারা দিন ধরে আয়োজন হচ্ছে নানা ধরণের বিজ্ঞান-বিষয়ক অনুষ্ঠান। এসবে বরিষ্ঠ মন্ত্রী-আমলাদের সঙ্গে অংশ নেবেন দেশ-বিদেশের শতাধিক আমন্ত্রিত বিজ্ঞানী। থাকবেন রতন টাটা-সহ কিছু  ব্যক্তিত্ব। কলকাতায় এ ধরণের অনুষ্ঠান এই প্রথম।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রস্তাবিত অনুষ্ঠানগুলোর মধ্যে আছে ওভারসিজ মিনিষ্টার্স অ্যান্ড ডিপ্লোম্যাটস কনক্লেভ, গ্লোবাল ইন্ডিয়ান সায়েন্টিস্টস অ্যান্ড টেকনোক্র্যাটস (জিস্ট) মিট, ইয়ং সায়েন্টিস্টস কনফারেন্স, স্টুডেন্ট সায়েন্স ভিলেজ— মেগা সায়েন্স হাব (প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা), নর্থ ইস্ট স্টুডেন্টস কনক্লেভ, ওমেন সায়েন্টিস্টস অ্যান্ড এন্ট্রিপ্রিনিওর্স কনক্লেভ, ন্যাশনাল সায়েন্স টিচার্স কংগ্রেস, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কনক্লেভ। 

 এ ছাড়া বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ৫-৭ই বিজ্ঞানিকা- ইন্টারন্যাশনাল সায়েন্স লিটারেচার ফেস্ট, ৬ই এগ্রিকালচারাল সায়েন্টিস্টস মিট, ৭ই নব ভারত নির্মাণ, ৭-৮ই হেল্থ রিসার্চ কনক্লেভ। 

রাজারহাটে ওয়েস্টিন হোটেলে স্টেটস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার্স কনক্লেভ (এসএসটিএমসি)।

 বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং সায়েন্স সিটি— দুই জায়গায় ৫-৭ নভেম্বর হবে গিনেস ওয়ার্ল্ড  রেকর্ড,  ৫-৭ই সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। ৬-৭ই সল্ট লেকের ইন্ডিয়ান ইন্সটিট্যুট অফ কেমিক্যাল বায়োলজিতে (আইআইসিবি) স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিং মডেল কম্পিটিশন, ৬-৭ই যাদবপুরের আইআইসিবি-তে ওয়েলনেস কনক্লেভ অ্যান্ড এক্সপো।

সায়েন্স সিটিতে ৫-৮ নভেম্বর হবে নিউ এজ টেকনোলজি শো, ৫-৮ ই ট্রাডিশনাল ক্রাফ্টস অ্যান্ড আর্টিশানস মিট অ্যান্ড এক্সপো, ওই চার দিন মেগা সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাষ্ট্রি এক্সপো, 

৬-৭ নভেম্বর ফেস টু ফেস উইথ নিউ ফ্রন্টিয়ার ইন সায়েন্স এবং ন্যাশনাল স্টার্টআপ কনক্লেভ অ্যান্ড এক্সপো, ৬-৮ ই ন্যাশনাল সোস্যাল অর্গানাইজেশন অ্যান্ড ইন্সটিট্যুশনস মিট, ৭-৮ অক্টোবর অ্যাসিস্টিভ টেকনোলজিস কনক্লেভ অ্যান্ড এক্সপো ফর দিব্যাঙ্গজন।

৬-৭ নভেম্বর সল্ট লেকের বোস ইন্সটিট্যুটে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিডিয়া কনক্লেভ। ৬-৮ ইএম বাইপাস-সংলগ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিট্যুটে হবে ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, ভূবিজ্ঞান মন্ত্রক, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী হর্ষবর্ধন, নারী ও শিশুকল্যান মন্ত্রী স্মৃতি ইরানি, প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ক্রীড়া, যুব ও সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) কিরেন ঋজু, উত্তর পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) জিতেন্দ্র সিং, পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ত্রিপুরা ও মনিপুরের একাধিক মন্ত্রী। থাকবেন মালদ্বীপের শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, মায়ানমারের শিক্ষামন্ত্রী, কোরিয়ার ডেপুটি চিফ অফ মিশন। ২০১৫-তে ভারতে শুরু হয় এই বিজ্ঞান সম্মেলন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, ভূবিজ্ঞান মন্ত্রক, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা দফতরের পাশাপাশি থাকছে বিজ্ঞান ভারতী (বিভা) এবং বিজ্ঞান প্রসার। কবে, কোথায়, কোন অনুষ্ঠান হবে, কারা অংশ নেবেন, সেসবের উল্লেখ করে প্রকাশিত হয়েছে ৬৪ পৃষ্ঠার একটি বহুবর্ণের বই।    

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news