কাকদ্বীপে বিধায়ক-সাংসদদের নিয়ে গোপন বৈঠক মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

বুলবুলের প্রভাবে কি কি ক্ষয় ক্ষতি হয়েছে সে বিষয়ে আধিকারিকদের কাছে জিজ্ঞাসাবাদ করেন মুখ্যমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ স্টেডিয়ামে দক্ষিণ ২৪ পরগণার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্তে বুলবুলের প্রভাবে কি কি ক্ষয় ক্ষতি হয়েছে সে বিষয়ে আধিকারিকদের কাছে জিজ্ঞাসাবাদ করেন তিনি। পাশাপাশি কিভাবে দ্রুত এই পরিস্থিতির মোকাবিলা করে এলাকাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়া যায় তা নিয়ে ও বিভিন্ন ধরনের আলোচনা হয় ও বিভিন্ন বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এসবের পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠক শেষে এলাকার বিধায়ক ও সাংসদদের নিয়ে একটি গোপন বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বৈঠকে মুখ্যমন্ত্রী তার দলের সৈনিকদের ঠিক কি বার্তা দিলেন তা নিয়ে উৎসুক রাজনৈতিক মহল।

স্বল্প দৈর্ঘের হলেও সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সকলে। কিন্তু এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হল তা নিয়ে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। যদিও বিধায়ক, সাংসদরা জানিয়েছেন দুর্গতদের পাশে থাকার জন্য, এলাকায় গিয়ে গিয়ে মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হল এই বার্তা তো সকলের সামনেই দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন আলাদা ঘরে ডেকে নিয়ে আলোচনা করলেন দলের সৈনিকদের সাথে।

কেউ কেউ মনে করছেন দলীয় কোন কৌশল কিম্বা সংগঠনের কথাই এদিন সাংসদ, বিধায়কদেরকে একান্তে বলেছেন মুখ্যমন্ত্রী। তবে ঠিক কি নিয়ে এই আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই গোপন বৈঠক নিয়ে মুখ ও খুলতে চাননি কেউই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news