কাছাড়ে ৬২ তম শিক্ষক দিবস উদযাপন সম্পন্ন

2 - মিনিট |

অনুষ্ঠানে এই শিক্ষক দেরকে স্মারক – মানপত্র ইত্যাদি দিয়ে অভিবাদন জানানো হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর – দেশের অন্যান্য অংশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও শিলচর গান্ধীভবনে ৫ সেপ্টেম্বর ৬২ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় ।
কাছাড়ের জেলা প্রশাসন এবং শিক্ষাবিভাগ এর যৌথ উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্ম দিবসটিতে ৬২ তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে অভিবাদন দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত / চাকরিরত বিশিষ্ট শিক্ষকদের নির্বাচিত করে সম্মাননা জ্ঞাপন করা হয় ।

তারা হলেন যথাক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক জনপ্রিয় উচ্চ বিদ্যালয়এর সুমেরু নাথ, খুনাও উচ্চ বিদ্যালয় এর এস.রবীন্দ্র সিংহা, তারাপুর গার্লস হাইস্কুল এর অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হক, সূর্য কুমার উচ্চ বিদ্যালয়এর অবসরপ্রাপ্ত শিক্ষক রজত শর্মা, নরসিং এইচ.এস.স্কুল এর শিক্ষক নীলিপ কুমার গৌর.কৃষ্ণচরণ উচ্চ বিদ্যালয়এর শিক্ষক নিরন্ত কুমার নাথ, বনরাজ এমভি স্কুলএর আব্দুল রেজাক আহমেদ, গাগরাপাড় এম.ভি.স্কুলএর অসীম কুমার সিংহ, ৫৪৪ নং নুতন বাগিচা এলপি স্কুলএর পান্নালাল পাসি, এবং রাসবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা যুথিকা দেবপাল ।

অনুষ্ঠানে এই শিক্ষক দেরকে স্মারক / মানপত্র ইত্যাদি দিয়ে অভিবাদন জানানো হয় । অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ development council এর প্রাক্তন সঞ্চালক ডক্টর বিভাস দেব বক্তব্য রাখেন এবং শিক্ষক দিবসের তাৎপর্য , গুরুত্ব এবং শিক্ষকদের করণীয়, ছাত্র-ছাত্রীদের উত্তরণে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন ।

অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে প্রতিদিনই শিক্ষকদেরকে সম্মান জানানো ছাত্র-ছাত্রীদের প্রথম /প্রধান কর্তব্য, এছাড়া যাদের জন্য শিক্ষার আলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয় সেই শিক্ষকদেরকে ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় বলে উল্লেখ করেন ।

এতে প্রধান শিক্ষক পঙ্কজ নাথ তার ব্যক্তিগত জীবনের তথা শিক্ষকতা করাকালীন জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত ভাবে বক্তব্য তুলে ধরেন । শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুল পরিদর্শক সেমিমা ইয়াসমিন আরা রহমান, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন তথা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব বিশ্বাস । অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন , শুরুতে নিমাই চাঁদ হাই স্কুলের শিক্ষক সঞ্জয় সিনহা একটি ভজন গেয়ে শোনান l

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *