এতে মৎস্য ও সহযোগি বিষয়ের উপর বিভিন্ন প্রজেক্টে এর সচক্ষে পরিদর্শন করেছে আরসেটি কাছাড়ের ৩৪ জন হিতাধিকারী তথা কাছাড় ও হাইলাকান্দির প্রগতিশীল মৎস্য উদ্যমিরা
শিলচর : বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দির বেকার যুবক যুবতীদের সাবলম্বি করতে বিভিন্ন ধরনের এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম সম্পুর্ন বিনামূল্যে আয়োজন করে আসছে পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় শিলচর। তবে প্রশিক্ষণ কর্মশালায় ক্লাসরুম সেশন এর পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের জন্য বাধ্যতামূলক ক্ষেত্র পরিদর্শন তথা ফিল্ড ভিজিট আয়োজিত হয় ।
গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দশ দিনের মৎস্য উন্নয়ন উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণে অংশ নেওয়া ট্রেইনিদের ক্ষেত্র পরিদর্শন আয়োজিত হয়েছে সোমবার কাছাড় জিলা ফিসারী বিভাগ এর হিতাধিকারী সুভাষ দাস এর শিলকুড়ি বাজার এর পার্শ্ববর্তী এলাকার ফিসারী ও বায়োফ্লক ও হেচারিতে।
এতে মৎস্য ও সহযোগি বিষয়ের উপর বিভিন্ন প্রজেক্টে এর সচক্ষে পরিদর্শন করেছে আরসেটি কাছাড়ের ৩৪ জন হিতাধিকারী তথা কাছাড় ও হাইলাকান্দির প্রগতিশীল মৎস্য উদ্যমিরা । এছাড়া মৎস্য সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছেন কাছাড় মৎস্য বিভাগ এর এসডিও বিরাজ শর্মা সহ ফিসারি বিভাগের ফিল্ড ডেমনেসট্রেটর বিরাজ ভৌমিক ও অন্যান্য্ রিসোর্স পার্সনরা।
এই পরিদর্শন এর সময় হ্যাচারি মেনেজমেন্ট, ফিসারী, ফিস প্রসেসিং কিওসক , সুসংহত হাঁস ও মাছ চাষ এর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেছেন সংশ্লিষ্ট রিসোর্স পার্সনরা। এই পরিদর্শন অনেক ফলপ্রসূ হয়েছে বলে মতামত তুলে ধরেন প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্য উদ্যমি বিপ্রজিৎ লস্কর, আজমল হোসেন লস্কর, দিলোয়ার হুসেইন চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, নিরুপমা সিনহা, বিনয় কুমার ঘোষ, অপুর্ব কুমার দাস, অরুন বৈষ্ণব, পিক্লু দাস, সনজিব সিং, ইমদাদুল হক,দিপক দাস প্রমুখ।
আরসেটি কাছাড়ের সফল নারী উদ্যোক্তা শ্রীমতী মলিনা সিনহা সহ চম্পক শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন পরিদর্শন এর সময়। আরসেটি কাছাড়ের ইডিপি অন পিসিকালচার উদ্যমিদের ক্ষেত্র পরিদর্শন এর সুবিধা দেওয়ার জন্য, আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য ও সিনিয়র ফেকালটি শাহেদ চৌধুরী , কাছাড় জিলা মৎস্য উন্নয়ন আধিকারিক সহ মৎস্য বিভাগ কাছাড় এর সব কর্মকর্তা কে ধন্যবাদ জানিয়েছেন !
KRC TIMES | Promotional