কাছাড় জেলায় দ্বিতীয় পর্যায়ে আই. এম. আই ১১-১৬ সেপ্টেম্বর

< 1 - মিনিট |

এই অভিযান সফল করার জন্য এই জেলাতে বাদ যাওয়া শিশু ও মহিলাদের প্রতিবেদন প্রস্তুত করার উপর জোর দেওয়া হয়েছে।

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর :-কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয় নতুন সভাকক্ষে বৃহস্পতিবার আই, এম, আই ৫.০ এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার (স্বাস্থ্য) খালেদা আহমেদ এর পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক- জোনালি দেবী, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, ডাঃ সুমনা নাইডিং, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুইজন প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের আধিকারিক গন উপস্থিত ছিলেন।

এই টিকাকরণ অভিমানে ০-৫ বৎসর পর্যন্ত বাদ যাওয়া শিশুরা ও গর্ভবতী মহিলাদের সুরক্ষিত প্রতিষেধক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১১-১৬ সেপ্টেম্বর এই অভিযানের দ্বিতীয় কার্য্যসূচী আরম্ভ হবে। এই অভিযান সফল করার জন্য এই জেলাতে বাদ যাওয়া শিশু ও মহিলাদের প্রতিবেদন প্রস্তুত করার উপর জোর দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ অন্যান্য বিভাগের সহযোগীতা কামনা করেছেন। আই এম, আই, সুষ্ঠুরুপে পরিচালনার জন্য U-win পোর্টালের টিকা নেওয়া সকল শিশুও গর্ভবতী মহিলাদের টিকাকরনের খতিয়ান উপলব্ধ করার উপর জোর দেওয়া হয়। তাছাড়া দুর্গম অঞ্চলে বাস করা শিশুরা যারা টিকা নেননি বা নিতে অনিচ্ছুক তাদের টিকা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা বিজিত ব ঊমামুক্ত (স্বাস্থ)সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। পরে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং অতিরিক্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক আগত অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *