তদন্ত চলমান থাকায় এখনও আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।


কাছার জেলার কাটিগোরাহর তরিনীপুর পার্ট-৩-এ জান্দু ইনফ্রাটেক লিমিটেডের বেস ক্যাম্পের প্রবেশদ্বারের কাছে ১৯ মার্চ, ২০২৫, বুধবার বিকেল প্রায় ৪:১৫ টায় একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি কাটিগোরাহ থানা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সংঘটিত হয়েছিল। এতে একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সৌভাগ্যবশত কেউ আহত হয়নি।
কাটিগোরাহ পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। কাছার পুলিশ সুপার নুমাল মাহাত্তা অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির তদন্ত করেন। সর্বশেষ খবর অনুযায়ী, তদন্ত এখনও চলছে এবং পুলিশ বিস্ফোরণের কারণ ও পরিস্থিতি নির্ধারণের জন্য কাজ করছে। তদন্ত চলমান থাকায় এখনও আরও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
Promotional | Subscribe KRC TIMES e-copy
