সঙ্কটজনক অবস্থায় চারজনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ
কাছাড়ের লক্ষীপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা l আহত ৩০ জনের অধিক চা শ্রমিক l সঙ্কটজনক অবস্থায় চারজনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ l কাছাড় জেলার লক্ষ্মীপুর থাইলু চা বাগানে সংগঠিত হয়েছে ঘটনাটি l ঘটনা ত্রিশ জন আহত হয়েছে l এদের মধ্যে চারজন গুরুতর হবে আহত হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় l তারা হলেন বড়থল চা বাগানের কৃষ্ণরি তন্তুভাই ,গণেশ রী ,রাধেশ্যাম কেউট,এবং কাজল তন্তুভাই l
বাকি আহতরা বর্তমানে স্থানীয় চা বাগান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন lজানা গেছে বড়থল ও থাইলু বাগানের শ্রমিকরা কাজের জন্য একটি ডি আই ট্রাকে চড়ে কুম্ভা ডিভিশনের বাগানের উদ্যেশ্যে রওয়ানা হয়েছিল l যাওয়ার সময় হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় ট্রাকটি l