এদিন ৫২ সদস্য বিশিষ্ট এই কৃষক সমিতির কমিটি গঠন করা হয়


কাটিগড়া : বুধবার কাটিগড়া বিধানসভা সমষ্টির কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।এই সভার সভাপতিত্ব করেন অসম গণ পরিষদ দলের কৃষক সমিতির কাছাড় জেলার সভাপতি মৌলানা এনাম উল্লাহ মহাশয়। এদিন ৫২ সদস্য বিশিষ্ট এই কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।
বক্তব্যে কাছাড় জেলা কৃষক সমিতির সভাপতি মৌলানা এনাম উল্লাহ বলেন, কাটিগড়ায় কংগ্রেসর বিধায়ক থাকার কারণে সরকারি সঠিক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এখানের সাধারণ মানুষ,কিন্তু আগামী দিনে কাটিগড়ায় অগপ দলের বিধায়ক নির্বাচিত হলে সমষ্টিগত উন্নয়ন কিভাবে হয় তা দেখতে পারবেন জনগন, কাঠিগড়ায় অগপ দলে মানুষ যেভাবে যোগদান করে চলেছেন,তাতে অনুমান করা যায় আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিধায়কের পরাজয় নিশ্চিত।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক সমিতির উপ-সভাপতি বাহারুল হক মজুমদার।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষক সমিতির উপ- সভাপতি নিজাম উদ্দিন, জাকির হোসেন লস্কর,অগপ কর্মী বিশ্বজিৎ ধর,তপন দাস সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা।এই ৫২ জনের কাটিগড়া কৃষক সমিতি কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মনীন্দ্র দাস এবং চারজন সম্পাদক, উপ-সভাপতি চারজন,সহ-সম্পাদক চার জন এবং বাকিরা কার্যকারী সদস্যপদ দেওয়া হয়েছে।
KRC TIMES | Promotional

Follow Us