কাটিগড়ার কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলেন মৌলানা এনামুল্লা

< 1 - মিনিট |

কৃষকরা অভিযোগ করে বলেন তাদের অঞ্চলে কোন কৃষি বিভাগের আধিকারিক জায় না, তারা কোন সরকারী প্রকল্প পায় নাই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া ; বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় কাছাড় জেলা কৃষক পরিষদের উদ্যোগে এবং কাটিগড়া কৃষক পরিষদের ব্যবস্থাপনায পূর্ব কাটিগড়ার নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডে একটি কৃষক সচেতনতা সভা করা হয়। এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি মওলানা এনাম উল্লাহ মহাশয় তাছাড়া উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষক পরিষদের উপ সভাপতি নিজাম উদ্দিন, সামিম আহমেদ ,পিংকু দাস, ধনজ্ঞয় দাস সহ কৃষক পরিষদের অন্যান্য কর্মীরা।

এই সভায় কৃষকদের সচেতনতা করতে কৃষি বিভাগের একজন কর্মী উপস্থিত ছিলেন। এই সভায় প্রায় তিন শতাধিক জনগন উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন, কৃষি বিভাগের কর্মী ইসলাম উদ্দিন মহাশয়। কৃষকরা অভিযোগ করে বলেন তাদের অঞ্চলে কোন কৃষি বিভাগের আধিকারিক জায় না, তারা কোন সরকারী প্রকল্প পায় নাই।

এই শুনে কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি মওলানা এনাম উল্লাহ বলেন, আজ থেকে উনাদের কৃষি বিষয়ে আর কোন অভিযোগ থাকবে না। তার পর এই অঞ্চলের প্রায় দুই শতাধিক পরিবারের লোকজন বরাক নদীর ভাঙনে মাটি-ভিটে হারা। বর্তমানে এই সব পরিবার অসহায় হয়ে অন্যের যায়গায় বসবাস করছেন। ইতিমধ্যে যদি বরাক নদীর ভাঙন প্রতিরোধ করা না হয় তাহলে এই দুই শতাধিক পরিবারের ঘর বাড়ি বরাক নদীর ভাঙনে নদীর তলায় নিয়ে যাবে। এই বিষয়টি মওলানা এনাম উল্লাহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এসডিও এবং ইঞ্জিনিয়ারের উভয়কে ফোনে অবিলম্বে নদীর ভাঙন প্রতিরোধ করার ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *