ঘটনাটি সোমবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডে সংঘটিত হয়েছে
কাটিগড়া : সন্তান সহ এক গৃহবধূকে অপহরণ করলো এক ভিন ধর্মী যুবক। পরে স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযানে উদ্ধার হয় সন্তান ও গৃহবধূ, আটক করা হয় অপহরণকারীকেও। ঘটনাটি সোমবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডে সংঘটিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় বাবুল আহমদ ওরফে বুলিকে অভিযুক্ত করে ঐ গৃহবধূর স্বামী সুজিত নম:শুদ্র কাটিগড়া থানায় এক মামলা দায়ের করেন।
মামলার বয়ান অনুযায়ী বাবুল ওরফে বুলি সোমবার সুজিতের স্ত্রী স্থানীয় এক শিববাড়ি-তে যাবার পথে কোলের সন্তান সহ সুজিত নম:শূদ্রের স্ত্রীকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এদিকে মামলা হাতে পেয়ে মঙ্গলবার দলবল নিয়ে তদন্তে নামেন কাটিগড়া পুলিশের ওসি জোসেফ কে কেইভম। তিনি অভিযুক্ত অপহরণকারী বাবুল আহমদ ওরফে বুলিকে আটক করেন এবং সুজিতের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে সক্ষম হন।