স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায় জনগণ ক্ষুব্ধ
কাঠিগড়া – সমগ্র দেশে যখন ঘটা করে ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হল ঠিক তার উল্টো ছবি পরিলক্ষিত হলো কাঠিগড়া শিশু উন্নয়ন প্রকল্পের অধীন গড়ের ভিতর ১ম খন্ডের ১৯০ নং অঙ্গনবাড়ি কেন্দ্রে।মঙ্গলবার সকাল বেলা ঐ কেন্দ্র এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে এই প্রতিবেদক গড়ের ভিতর ১ম খন্ড এলাকার ১৯০ নং অঙ্গন বাড়ি কেন্দ্রে উপস্থিত হন।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে পিনাক নাথ, দিলীপ নমঃ শূদ্র,সিতুল রায় স্বপ্না নাথ ও কিরেন্দ্র রায় জানান এই কেন্দ্রটি সাইন বোর্ড সর্বস্ব,এই কেন্দ্রে কোন শিশুকে আসতে চোখে পড়ে না ঠিক তেমনি কর্মী ও সহায়িকা গন আসেন না, কেন্দ্র টি অবহেলায় ধুঁকছে। এদিকে সরকারের তরফে যাবতীয় সামগ্রী প্রদান করা হচ্ছে, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এখানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, আসেনি কোনো কচিকাঁচাও।
এদিকে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করবেন জানতে পেরে কর্মী সাথি নাথ এই কেন্দ্রে উপস্থিত হলে স্থানীয় বাসিন্দারা তাকে প্রশ্ন করেন কেনো এই কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন হয়নি । কর্মী সাথি নাথ বলেন এই কেন্দ্র নষ্ট হয়ে গেছে তাই যেখানে কাজ চলছে সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান তাদের অজান্তেই সহায়িকার ঘরে কেন্দ্র চলছে এবং এতে তাদের সায় নেই।তারা তাদের শিশুদের সেখানে পাঠান না।
একটি সূত্রমতে জানা গেছে কর্মী সাথি নাথ বিভাগীয় কতৃপক্ষের আস্কারা পেয়ে এভাবেই এই কেন্দ্রের বরাদ্দ করা সামগ্রী আত্মসাৎ করছেন দীর্ঘদিন ধরে। এই অঙ্গনবাড়ি ভবন সরকার নির্মাণ করেছে,এটা যদি অকেজো হয়ে পড়ে তা মেরামতির দায়িত্ব সরকারের এখানে জমি দেওয়ার কথা বলে কর্মী সাথি নাথ কি বোঝাতে চাইছেন তা বোধগম্য হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা এই পতাকা উত্তোলন না করার ব্যাপারে বিভাগীয় কতৃপক্ষ সহ কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।