২ জানুয়ারি থেকে শুরু হয়েছে ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহ। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
কামরূপ মহানগর জেলার ১০টি নিৰ্বাচিত বিদ্যালয়ে ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহ। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। যে সমস্ত বিদ্যালয়ে এই কার্যসূচি পালন করা হবে সেই বিদ্যালয়গুলি যথাক্রমে রাজধর বরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শ্যামভূমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেতকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বেলতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপাল বড়ো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উজানবাজার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কামরূপ অ্যাকাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং চন্দ্ৰপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
আগামী ১০ জানুযারি থেকে ২২ জানুযারি পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম। এর সাথে সংগতি রেখে রাজ্য সরকারের নিৰ্দেশ অনুযায়ী কামরূপ মহানগর জেলা প্ৰশাসন এই কাৰ্যসূচি গ্ৰহণ করেছে। নিৰ্বাচিত বিদ্যালয় তথা শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কীভাবে এই কাৰ্যসূচি পালন করবে সে ব্যাপারে কামরূপ মহানগর জেলাশাসকের কাৰ্যালয় সভাকক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ ও অধ্যক্ষার উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিট্ ইন্ডিয়া স্কুল সপ্তাহের প্ৰতিদিনের কাৰ্যসূচির বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে।
সভার সভাপতিত্ব করেন কামরূপ মহানগর জেলা উন্নয়ন কমিশনার অতুলকুমার শৰ্মা। তিনি ফিট্ ইন্ডিয়া স্কুল সপ্তাহ পালনের উদ্দেশ্য ও বিষয়াবলির ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেন। জেলা উন্নয়ন কমিশনার এ প্রসঙ্গে বলেন, ছাত্ৰছাত্রীদের মধ্যে খেলার প্ৰয়োজনীয়তা, সুস্থ জীবন প্ৰণালী ও ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে সজাগতা তথা সচেতনতা সৃষ্টির জন্যই সরকার এই কাৰ্যসূচি গ্ৰহণ করেছে। উল্লেখ্য, ফিট্ ইন্ডিয়া স্কুল সপ্তাহের প্ৰতি দিন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ছাত্ৰছাত্ৰীদের মধ্যে বিভিন্ন ক্ৰীড়া প্ৰতিযোগিতা, ক্ৰীড়া ও স্বাস্থ্য সম্পর্কিত আলোচনাচক্ৰ, যোগাসন-ব্যায়াম, রচনা প্ৰতিযোগিতা, পদযাত্ৰা, নাটক, নৃত্য প্ৰতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হবে। এছাড়া, এই কাৰ্যসূচির অংশ হিসবে আগামী ৫ জানুয়ারি গুয়াহাটিতে নেহরু স্টেডিয়াম থেকে এক সজাগতামূলক পদযাত্ৰা বের করার কথাও আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কামরূপ মহানগর জেলার বিদ্যালয়গুলির পরিদৰ্শক বুলি গগৈ ভূঞা, জেলা স্বাস্থ্য দফতরের যুগ্ম-অধিকর্তা ডা. গণেশ শইকিয়া, জেলা ক্ৰীড়া অধিকারিক সাৰ্থে তেরং এবং জেলা প্ৰশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।