আলিপুরদুয়ারের কালচিনি থানার রাভাবস্তিতে বুনোহাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে
আলিপুরদুয়ারের কালচিনি থানার রাভাবস্তিতে বুনোহাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে । খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বনদফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টিমু রাভা (৪৮) নামে ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন।সেই সময় একটি বুনোহাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁকে শুড়ে পেঁচিয়ে আঁছাড়ে মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা কালচিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মৃতদেহ আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বন দফতরের নিমাটি রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবার নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য পাবে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।