দিলওয়ারা বেগম বলেন,স্বাধীনতা দিবস পালনের সঙ্গে দুর্নীতি মুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করা একান্ত প্রয়োজন
কাটিগড়া : আজ সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে কাটিগড়া বিধানসভার অন্তর্গত কালাইন ব্লকের জিপি বিহারা চতুর্থ খন্ডে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। সেদিন সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা করেন প্রধান অতিথি দিলওয়ারা বেগম।
দিলওয়ারা বেগম বলেন,স্বাধীনতা দিবস পালনের সঙ্গে দুর্নীতি মুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সত্যসন্ধ্যা এস.এস.জি গ্ৰুপের সভানেত্রী প্রণতি সিংহা এবং উপস্থিত ছিলেন সম্পাদিতা পিঙ্কি সিংহা, শুভা চ্যাটার্জী, বিভা মিশ্র, লক্ষী বিলাস মিশ্র, রুনা সিংহা, নিবিতা মিশ্র, রাজেশ্বরী মুখার্জি, মমতার সিংহা, বিজয়া সিংহা প্রমূখেরা।
শিলচর থেকে দ্বীপ দেবের রিপোর্ট