সোমবার রাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে যান। ভারতের বিদেশমন্ত্রী গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন। এ সময় অক্টোবরে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার জন্য তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে দেন। সকালে বাংলাদেশ থেকে দেশে ফেরেন তিনি।
আরও কোণঠাসা পাকিস্তান| এবার ইমরান খান সরকারকে অবস্তিতে ফেলল শেখ হাসিনা সরকার| বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অনুচ্ছেদ ৩৭০-এর বিলুপ্তি ভারতের আভ্যন্তরীণ বিষয়| বাংলাদেশ সর্বদাই শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নেই বিশ্বাসী| বুধবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি মারফত জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির মধ্য দিয়ে কাশ্মীরে যে পরিবর্তন ঘটেছে, তা ভারতের আভ্যন্তরীণ বিষয়| বাংলাদেশ সর্বদাই বিশ্বাস করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সমস্ত দেশের জন্য উন্নয়নই অগ্রাধিকার হওয়া উচিত|
কাশ্মীরে অচলাবস্থা চলছে, এই বার্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইসলামি সংগঠনগুলি বারবার জমায়েত করেছে। ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলও করেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশের এই মিছিল ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়ায় ঢাকায়। তারপরেই বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, দেশের অভ্যন্তরে কোনওরকম ভারত বিরোধী মন্তব্য বরদাস্ত করা হবে না। পরিস্থিতি খতিয়ে দেখে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(ব়্যাব)। তাদের তরফেও ইসলামি সংগঠনগুলিতে কড়া বার্তা দেওয়া হয়।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ভাবে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান| কিন্তু, সেভাবে সফল হচ্ছে না| এবার পাকিস্তানকে জোরালো ধাক্কা দিল শেখ হাসিনা সরকার| এদিকে, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার জন্য ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্পের কথায়, ‘এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই ভারত-পাকিস্তানের মধ্যে। মধ্যস্থতা করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।’