বর্তমান নদীর জলস্তর হয়েছে ১৬.৫১ মি:, যেখানে বিপদসীমা ১৪.৯৫ মি:
কুশিয়ারা নদীর জল বিপদসীমা’র প্রায় ২.৫ মি: উপর। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জল সম্পদ বিভাগ। জনগণের সুরক্ষায় নদীর আশেপাশে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সর্বশেষ প্রাপ্ত খবর মতে, বর্তমান নদীর জলস্তর হয়েছে ১৬.৫১ মি:, যেখানে বিপদসীমা ১৪.৯৫ মি:।
Promotional| KRC Foundation