কৃষ্ণ নিয়ে মন্তব্য: প্রদেশ কংগ্রেস সভাপতি বিরুদ্ধে মামলা ব রাকের তিন জেলার যুব মোর্চা কমিটির

< 1 - মিনিট |

করিমগঞ্জের সদর থানায় মামলা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করল যুব মোর্চা।শুক্রবার করিমগঞ্জ বিজেপি যুব মোর্চার সদস্যরা সদর থানায় মামলা দায়ের করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শনিবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মকে আঘাত করেন।

হিন্দু ধর্মকে চরম অপমান করা এবং অসমের দাঙ্গা লাগানোর উদ্যোশে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতে লাভ জিহাদের বহু উদাহরণ আছে বলে সংবাদমেলে তুলে ধরেন ভূপেন বরা। ভগবান শ্ৰীকৃষ্ণ কে লাভ জিহাদের সাথে তুলনা করে ভারত তথা অসমের হিন্দু সমাজকে চূড়ান্ত অপমান আঘাত করছেন। এই অসামাজিক মন্তব্যের ফলে হিন্দু সমাজের লোকজন ভীষণভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। পাশাপাশি তাদের দাবি হল ভূপেন বরাকে অতিসত্বর গ্রেফতার করে শাস্তি প্ৰদান করার জন্য নতুবা অসমে যে কোন মূহুর্তে শান্তি শৃঙ্খলা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *