অসমে লোকসভা -বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার দাবি
“এক দেশ ,এক ভোট” নীতিকে সমর্থন জানালো সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি। রবিবার , কেন্দ্রীয় সভাপতি শিক্ষাবিদ , আইনজীবী নজরুল ইসলাম লস্কর , সহ-সভাপতি অনন্তমোহন রায় সহ বিভিন্ন পদাধিকারী যাদুমণি রায় , সারিমুল হক লস্কর , মঞ্জিল হোসেন লস্কর , মৌলানা মুক্তাবুল হোসেন লস্কর প্রমুখ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গণতন্ত্রে নির্বাচনী কাজকর্ম পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল।
লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আয়োজনে যে বিপুল অংকের অর্থ ব্যয় হয়, সেটা দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে বিরূপ প্রভাব বিস্তার করে। কোনও কোনও রাজ্যে আবার “মিড- টার্ম” বা অন্তর্বর্তীকালীন নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে কেন্দ্র সরকারের পক্ষ থেকে “এক দেশ , এক ভোট” নীতি প্রয়োগ করতে সংসদে যে বিল উত্থাপিত হওয়ার কথা, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে । বলা হয়েছে, গত লোকসভা নির্বাচনে শুধু সরকারি খরচ হয়েছে অন্তত ষাট হাজার কোটি টাকা।
রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রকাশ্য কিংবা গোপন সব খরচ একত্রিত হলে তা বহু গুণ বেড়ে যাবে। এটি কোনও অবস্থায় কাম্য নয়। ভারতে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে থেকে অত্যন্ত দুঃখ -কষ্টের জীবন যাপন করছেন। এই রকম পরিস্থিতিতে পৃথক পৃথকভাবে নির্বাচন পরিচালনা করা নেহাত বিলাসিতা এবং অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই বিজেপির সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকলেও কেন্দ্র সরকারের এই সদর্থক পদক্ষেপকে সর্বাত্মকভাবে স্বাগত জানানো হচ্ছে সুবর্ণখণ্ডের পক্ষ থেকে। দেশবাসীর স্বার্থে তাতে সহমত পোষণ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে ।
সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির তরফে এটাও বলা হয়েছে যে , ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় অসমের বিধানসভা নির্বাচনও একই সঙ্গে আয়োজন করতে হবে। এই সূত্র ধরেই দলের পক্ষ থেকে বরাক উপত্যকার দু’টি লোকসভা আসন এবং পনেরোটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে । কিছু দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।
KRC TIMES | Promotional