আগামী ৪ জুন কেরলে প্রবেশ করবে বর্ষা। বেসরকারি আবহাওয়া এজেন্সি স্কাইমেট মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
আগামী ৪ জুন কেরলে প্রবেশ করবে বর্ষা। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হবে। বেসরকারি আবহাওয়া এজেন্সি স্কাইমেট মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
কেরালায় বর্ষা ঢোকে সাধারণত ১ জুন। তারপর তা সারাদেশে ছড়িয়ে পড়ে। স্কাইমেট-র সিইও যতীন সিং বলেন, এই মরসুমে চারটি অঞ্চলে কম বৃষ্টিপাত হবে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে এবং কেন্দ্রীয় অংশে উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণে কম বৃষ্টিপাত হবে। আগামী ৪ জুন বর্ষা শুরু হবে। উপকূলবর্তী ভারতে মনে করা হচ্ছে মৌসুমি বায়ু ধীরে ধীরে আসবে।
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা এই বছর আসবে ২২ মে নাগাদ। দেশে ৯৩ শতাংশ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।