VOL. 1 ISSUE 104 | SATURDAY, 19 AUGUST 2023 শনিবার ১৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
হেডলাইন
1} সিদ্ধার্থ ভট্টাচার্যকে পরবর্তী প্রদেশ বিজেপি সভাপতি করার উদ্যোগ
2} মধুরা নদীর উপরে দশ কোটি টাকার সেতুর বেহাল অবস্থা
3) বরপেটায় সুস্মিতাকে প্রার্থী করতে চাইছে কংগ্রেস
সিদ্ধার্থ ভট্টাচার্যকে পরবর্তী প্রদেশ বিজেপি সভাপতি করার উদ্যোগ
কেআরসি প্রতিবেদন: দলে প্রবীণ ও নবীনদের দ্বন্দ্ব মেটাতে এবার কি সিদ্ধার্থ ভট্টাচার্যকে প্রদেশ বিজেপি সভাপতি করা হবে,। এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। সিদ্ধার্থ ভট্টাচার্য যেভাবে বিজেপি নেতৃত্বের প্রতি মন্তব্য করছেন তাতে দল অনেক বিব্রত। এবং তার সুর ধরে দেখা গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই তার নিগম থেকে পদত্যাগ করেছেন।
এই দুটি ঘটনা সরকারকে চাপে ফেলেছে। আপাতত চাপ প্রশমন করতে এবার একটু অন্য ধরনের সিদ্ধান্ত নিচ্ছে প্রদেশ বিজেপি। দলের ভেতরের খবর হল ভবেশ কলিতাকে এবার বিদায় দেওয়া হতে পারে। তার জায়গায় এবার আনা হবে সিদ্ধার্থ ভট্টাচার্য কে।
পুরনো ও নতুনদের মধ্যে দ্বন্দ্ব অবসানে এটা একটা যুগসূত্রের কাজ করবে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এছাড়া এই প্রবীণ নবীন দন্দ যেভাবে প্রকাশ্যে আসছে তাতে শেষ পর্যন্ত দলের ক্ষতি হতে পারে বলে মনে করছেন অনেকে। তাই সিদ্ধার্থ ভট্টাচার্য পরবর্তী বিজেপি সভাপতি হতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে।
VOL. 1 ISSUE 104 | SATURDAY, 19 AUGUST 2023 শনিবার ১৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
মধুরায় ১০ কোটি টাকার সেতুর বেহাল চিত্র
শিলচর: দশ কোটি টাকা ব্যয়ে ব্রিজের এহেন দশা দেখে স্তম্ভিত সচেতন মহল।উধারবন্দ সমিষ্টির মধুরা নদীর উপর প্রতন্ত্য অঞ্চলের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা করে দিতে সরকারের দুধাপে মোট দশ কোটি টাকা বরাদ্দ হয়।কিন্তু কি রহস্যে আজও অসম্পন্ন ব্রিজের কাজ।স্থানীয়রা জানান, বার কয়েক সংবাদ মাধ্যমে ওই প্রত্যন্ত অঞ্চলের বড় অঙ্কের ব্রীজ তৈরির অসম্পন্ন কাজ ও গ্রামবাসীর দূর্দশা তুলে দেন।কিন্তু দীর্ঘদিন থেকে কাজও বনধ।
বরাত প্রাপ্ত নির্মাণ সংস্থার শ্রমিকরাও অস্থায়ী ক্যাম্প ছেড়ে উধাও। ব্রিজটি দিয়ে বিপদঝুকি নিয়ে চলাচল করতে বাধ্য প্রায় পাচটি ছয়টি প্রত্যন্ত গ্রামের পড়ুয়া সহ জনসাধারণ।ব্রিজটির কাজ কি আদৌ হবে প্রশ্ন ওই দূর্ভোগী লোকজনদের।
এদিকে, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের সাথে এনিয়ে ফোনে কথা হলে, তিনি জানান, ট্যাকনিক্যাল কিছু অসুবিধার দরুণ প্রকল্পের সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে।ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হবে বলে কথা দেন বিধায়ক সোম।
VOL. 1 ISSUE 104 | SATURDAY, 19 AUGUST 2023 শনিবার ১৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
কংগ্রেসের সম্ভাব্য তালিকায় বরপেটায় প্রার্থী সুস্মিতা!
শুভ্রকান্তি ভট্টাচার্য
শিলচর : বিতর্কটা উসকে দিয়েছে গুযাহাটির একটি টিভি চ্যানেল। কংগ্রেসের লোকসভার সম্ভাব্য প্রার্থী তালিকা য় দেখা গেল সুস্মিতা দেবের নাম রয়েছে। শুনে চমকে উঠার মত কথা ।কারণ শিলচর লোকসভা আসন তফসিল হয়ে গেছে এখানে কিভাবে সুস্মিতা দাঁড়াবেন? এছাড়া সুস্মিতা দেব এখন কংগ্রেসে নেই। তিনি তৃণমূলে আছেন।শুধু তাই নয় প্রার্থী তালিকায় আরো কিছু চমক দেখা যাচ্ছে।যেমন করিমগঞ্জ আসনে আব্দুল খালেকের নাম প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে।
এই সূত্রটি দাবি করছে সুস্মিতা দেব আগামী কদিনের ভিতরেই কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাকে বরপেটা আসনে প্রার্থী করা হতে পারে। কেন বরপেটা ? কারন ডিলিমিটেশনের পরে এখন আর বরপেটা তেমনভাবে সংখ্যালঘু অধ্যুষিত আসন নয়। বরং এখানে বাঙালি হিন্দু ভোটারের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে।
তাই এখানে সুস্মিতাকে প্রার্থী করা হতে পারে। আব্দুল খালেক কে করিমগঞ্জে প্রার্থী করা হতে পারে এমন দাবি করা হয়েছে। এসব দাবির কোন সত্যতা এখনো পাওয়া যায়নি। নির্বাচনের আগে এসব জল্পনা কল্পনা অনেকটাই হয়ে থাকে এবং সেগুলো মিলেও যায়।
এ নিয়ে সুস্মিতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এখন পর্যন্ত এ ধরনের কোন প্রস্তাব তার কাছে আসেনি বা এ নিয়ে ধরনের কোন চিন্তা তিনি এখনো করছেন না। তবে অস্বীকার করলেও “না না করে তীব্র স্বরে কিন্তু প্রতিবাদও করেননি। তার মানে যা রটে তা কিছু বটে ,এটা হলেও হতে পারে।
তবে যেভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেভাবে দাবি করা হচ্ছে যে সুস্মিতা কংগ্রেসের যোগ দিচ্ছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে একটা প্রশ্ন রয়েছে জিতেন্দ্র সিং যতদিন অসমের দায়িত্ব থাকবেন ততদিন কি সুস্মিতা কংগ্রেসে ফিরতে পারবেন।বা ফিরলেও তাকে টিকিট দেওয়া হবে এমন কোন নিশ্চয়তা আছে?
এই মাসেই সুস্মিতা দেবের রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে। তারপরেই তিনি সিদ্ধান্ত নেবেন এমন কথা তিনি নিজেই বলেছেন। আবার এটাও বলেছেন তৃণমূল কংগ্রেস ছাড়বেন না কারণ তিনি বেইমান নন। আসলে রাজনীতিতে এসব বেইমান তত্ত্ব খাটেনা। রাজনীতিটা হলো একটা সম্ভাবনার খেলা।
তবে এটা নিশ্চিত এ ধরনের তালিকা কিন্তু কংগ্রেস মহল থেকে প্রচার করা হয়। এসব তালিকা বেশিরভাগই মিলে যায়। এই তালিকায় গুয়াহাটিতে ভানু কে প্রার্থী করা হতে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। আজ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের একটি নারী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন। নারীদের কিভাবে আত্মনির্ভর করা যায় সে জন্য একটা প্রশিক্ষনের ব্যবস্থা ছিল এই কর্মসূচিতে।
দলীয় কর্মীদের কাছেও তিনি এমন কোন কথা বলেননি। তবে তাকে বরপেটাতে প্রার্থী করা হবে এমন একটা কথা শুনে অনেকে আশ্চর্য হয়েছেন। বাঙালি হিন্দু ভোটের সংখ্যাধিক্যের জন্য এটা চিন্তা করতে পারে কংগ্রেস। এদিকে আরেকটি মহল থেকে সুস্মিতাকে করিমগঞ্জ থেকে প্রার্থী করার অনুরোধ করা হয়েছে। কিন্তু দলীয় সূত্র থেকে যেটা খবর করিমগঞ্জের আব্দুল খালেক ও হাফিজ রসিদ চৌধুরীর মধ্যে কাউকে পার্থক্য করা হবে।তবে লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগে এভাবে একটা তালিকা কংগ্রেস রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
VOL. 1 ISSUE 104 | SATURDAY, 19 AUGUST 2023 শনিবার ১৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলে দুর্গন্ধ ,জনমনে ক্ষোভ
শিলচর: শিলচর শহরের যে পানীয় জল সরবরাহ চলছে তাতে অনেক ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অম্বিকা পট্টি পাবলিক স্কুল রোড সহ বিভিন্ন এলাকার জলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। যার ফলে সমস্যা দেখা দিয়েছে। এ ধরনের অনেক অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে।
গৃহ সংযোগের জলে এভাবে কেন দুর্গন্ধ আসছে এর কোন নিশ্চিত জবাব পাওয়া যাচ্ছে না। গত কয়েক মাস থেকে সারা শহর জুড়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে। অনেক ক্ষেত্রে পুরনো পাইপেলিকেজ থাকতে পারে। এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে।
পানীয় জলের এই সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘদিন বিবেকানন্দ রোডের জনগণ পানীয় জল সংকটে ভুগেছেন। অম্বিকা পট্টিতে এই সমস্যা ছিল। পি এইচ ই কর্মকর্তাদের কথা হল মিশনের কাজ শেষ হয়ে গেলে শহরে পানীয় জল সংকটের অবসান ঘটবে। কিন্তু কোনদিন এই কাজ শেষ হবে! ততদিনকে মানুষ যেই দুর্গন্ধযুক্ত জল পান করবেন।
এটাই হলো বড় প্রশ্ন। পাইপ লাইনে দূষিত জল ঢোকার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। এ নিয়ে জনগণের পক্ষ থেকে বার বার অভিযোগ জানানোর পরও কোন প্রতিকার হয় নি। এভাবে যদি মানুষ দুর্গন্ধযুক্ত জল পান করতে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়বেন এটা নিশ্চিত। হর ঘর জল স্লোগান বাস্তবায়িত হওয়ার এটাই যদি চিত্র থাকে তাহলে মুশকিল।বলছেন ভুক্তভোগীরা।
Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com