VOL. 1 ISSUE 112 | THURSDAY, 7 SEPTEMBER, 2023 – বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
হেডলাইন
1. বরাকের মানুষ চাইলে পৃথক রাজ্য হবে বললেন মুখ্যমন্ত্রী
2 . হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী সময় অঘটন , বেরিকেট ভেঙে ঢুকে পড়লেন উন্মুক্ত জনতা
3. কাছাড় ওএনজিসির এসেট থেকে ফরওয়ার্ড বেসে অবনমন
বরাকের মানুষ চাইলে পৃথক রাজ্য হবে বললেন মুখ্যমন্ত্রী
শিলচর : বামপন্থীদের কথায় পৃথক রাজ্য হবে না ।জনগণ চাইলে অবশ্যই ব রাক পৃথক হতে পারবে ।আর শিলচরে এসে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন কয়েকজন বামপন্থী মানুষ শুধু রাজ্য চাইলেই সেটা তো হতে পারে না। বরাকের মানুষ সবাই যদি মনে করেন যে আসাম থেকে পৃথক হয়ে যেতে তবে অবশ্যই সেটা হবে।
আজ শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ঘাটের সেতু বাদ্রি সেতু ও বরাখাই গ্রান্টে ডিসি অফিসের কাজের শিলান্যাস করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে এখনো প্রার্থী ঠিক করেনি। তবে তিনি নিশ্চিত এই দুটি আসনে তার দল জয় লাভ করবে।
শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন হবে কিনা এ নিয়ে এর প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন , এখানকার মন্ত্রী এম এল এরা চাইলে তিনি এখনই নির্বাচন করিয়ে নিতে পারবেন। এদিনের সভায় অনুপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায় ।
তাই এই বিষয়টা নিয়ে সকাল থেকে চর্চা চলছিল সাংবাদিক মহলে। এক প্রশ্নের জবাবের মুখ্যমন্ত্রী বলেন সাংসদের স্ত্রী অসুস্থ তাই তিনি আসতে পারেননি। তার সঙ্গে সংসদের কথা হয়েছে সংসদের জন্মদিনের অতিথি শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা সবার নজর করেছে সেটা হল মুখ্যমন্ত্রী প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কে মঞ্চে ডেকে নিয়ে আসেন এবং তিনি নিজে ঘোষণা করেন দিলীপ পালবিজেপিতে ফিরছেন। দিলীপ পালকে তিনি এক রত্ন হিসেবে আখ্যায়িত করেন।
VOL. 1 ISSUE 112 | THURSDAY, 7 SEPTEMBER, 2023 – বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী সময় অঘটন , বেরিকেট ভেঙে ঢুকে পড়লেন উন্মুক্ত জনতা
হাইলাকান্দি : অঘটন ঘটল মুখ্যমন্ত্রীর সভায়। শিলচরের অনুষ্ঠান শেষ করে বৃহস্পতিবার দুপুরে যখন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে পৌঁছন তখন অঘটন ঘটে গেল। পুলিশ ব্যারিকেড ভেঙ্গে মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢুকে পড়েন। মানুষ এভাবে মুখ্যমন্ত্রী এবং সবাইকে ঘিরে ফেলেন। অনেক কষ্টে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার রক্ষীরা তাকে রক্ষা করেন।
এই ঘটনা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয় হাইলাকান্দিতে।ঘটনার সূত্রপাত হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলাতে যাওয়া এক ব্যক্তির দেহে পুলিশ আঘাত করার পরে। পাঁচজন মহিলা সহ পুলিশ কর্মী আহত হয়েছেন। বহু কষ্টে মুখ্যমন্ত্রীকে এই ভিড় থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিভাবে হঠাৎ পুলিশ বেরিকেট ভেঙ্গে এত মানুষ ঢুকে পড়ল এটা নিয়ে তদন্ত চলছে।
VOL. 1 ISSUE 112 | THURSDAY, 7 SEPTEMBER, 2023 – বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
কাছাড় ওএনজিসির এসেট থেকে ফরওয়ার্ড বেসে অবনমন
দিল্লির সংযুক্তি কেটে যোরহাটের সঙ্গে জুড়ে দেওয়া হল
কে আর সি প্রতিবেদন : কাগজ কলের পরিণতি কি হতে চলেছে কাছাড় ওএনজিসির ! কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক আদেশের পর এটাই মনে হচ্ছে।শিলচর ওএনজিসিকে পাঁচগ্রাম কাগজ কলের মত অবস্থায় ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে ।গত ৩১ আগস্ট দিল্লিতে ওএনজিসির উচ্চস্তরীয় এক সভায় ৭ নম্বর এজেন্ডায় শিলচর ওএননজিসির সঙ্গে দিল্লির সংযোগ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন শিলচর ওএনজিসি ছিল অ্যাসেট। এবার এটাকে অবনমন করে করা হয়েছে ফরওয়ার্ড বেস। এটা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত শিলচর ওএনজিসি নিয়ন্ত্রিত হত দিল্লি থেকে। কিন্তু এখন এটাকে ডিমোশন করে যেহেতু ফরওয়ার্ড বেস করা হয়েছে তাই এটা নিয়ন্ত্রণ হবে যোরহাট থেকে। যখন বরাকের প্রাকৃতিক গ্যাসের কথা সরাসরি স্বীকার করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ঠিক তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন কাছাড় ওএনজিসির সব কিছু নিয়ন্ত্রণ করা হবে যোরহাট থেকে। সেই পুরনো দিন আবার ফিরে এলো। অথচ একটা সময় রীতিমতো আন্দোলন করে ফরওয়ার্ড বেস থেকে ২০১৭ সালে এসেটে উন্নীত করা হয়েছিল কাছাড় ওএনজিসিকে। কাছাড় ওএনজিসির এই অবনমনে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক অশোক বৈদ্য ।তিনি বুধবার জানিয়েছেন অনেক সংগ্রামের পর ২০১৭ সালে কাছাড় ওএনজিসি এসেট কার্যালয়ে উন্নীত হয়েছিল ।
দিল্লির সঙ্গে সরাসরি সংযুক্ত করে দেওয়া হয়েছিল কাছাড় ওএনজিসিকে। টানা ১০ বছরের সংগ্রামে যে দাবি আদায় করা হয়েছিল সেটা খর্ব করা হচ্ছে দুষ্টচক্রের ষড়যন্ত্রে। দিল্লির সঙ্গে সংযুক্তি কেটে যোরহাটের সঙ্গে পুনরায় সংযোগ করে দেওয়া হচ্ছে ।যা এসেট কার্যালয় থেকে অবনতি ঘটে ফরোয়ার্ড বেস হয়ে যাচ্ছে । এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি বরাক উপত্যকার জনতার সহযোগিতা চেয়েছেন ।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী দিনে ওএনজিসির কাগজ কলের মত অবস্থা হয়ে যাবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে আসছেন ।সেই সফরের দিনে শিলচরের ওএনজিসির ক্ষমতা খর্ব করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানাতে বরাক উপত্যকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক অশোক বৈদ্য। বরাক থেকে এভাবে একটির পর একটি প্রকল্প চলে যাচ্ছে বা অবনমন ঘটছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিসের ভিত্তিতে কাছাড় অ্যাসেটকে ফরওয়ার্ড বেসে অবনমন করা হলো। এটা এখন সবচাইতে বড় প্রশ্ন।
VOL. 1 ISSUE 112 | THURSDAY, 7 SEPTEMBER, 2023 – বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
বরাক নিয়ে পৃথক রাজ্য: সায় নেই হিন্দু যুব ছাত্র পরিষদ , মহাসঙ্ঘের
শিলচর : ডিলিমিটেশন প্রক্রিয়ায় চূড়ান্ত সিলমোহর পড়ার পর থেকেই বরাক উপত্যকায় একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে পৃথক রাজ্য গঠনের দাবিতে। এই মুহূর্তে বরাক উপত্যকা নিয়ে পৃথক রাজ্য গঠন করা হলে অস্তিত্ব বিপন্ন হতে পারে উপত্যকার বাঙালি হিন্দু সম্প্রদায়ের। তাই এই দাবি অযৌক্তিক বলে মনে করছে হিন্দু যুব ছাত্র পরিষদ অসম এবং বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের কাছাড় জেলা কমিটি।
পৃথক রাজ্য গঠন করা হলে বাঙালি হিন্দু সম্প্রদায় এক দশকের মধ্যে ” ভাসমান জনগোষ্ঠীতে” পরিণত হতে পারে বলে মনে করছে এই দুই সংগঠন।বুধবার হিন্দু যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য এবং বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের কাছাড় জেলা কমিটির সভাপতি সুবীর দত্ত এক যৌথ বিবৃতিতে জানান, বরাক উপত্যকা নিয়ে পৃথক রাজ্য গঠন এক অশনি সংকেত হবে হিন্দু সম্প্রদায়ের জন্য।
অতীতে যেমন গোটা পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে ভারত ভূখন্ডে এসে থিতু হতে হয়েছিল হিন্দু সম্প্রদায়কে, তেমনি এক দশকের মধ্যে বরাক উপত্যকা থেকে ফের উদ্বাস্তু হতে হবে বাঙালি হিন্দু সম্প্রদায়কে। তাই বরাক উপত্যকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি কোনও অবস্থাতেই মেনে নিতে পারবে না হিন্দু যুব ছাত্র পরিষদ এবং বিশ্ব হিন্দু মহাসঙ্ঘ। বাঙালি হিন্দু সম্প্রদায়ের আগামী প্রজন্মের স্বার্থেই এই হঠকারী চিন্তা ভাবনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এই দুই সংগঠনের কাছাড় জেলা কমিটি।
পাশাপাশি, হিন্দু যুব ছাত্র পরিষদ এবং বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের কাছাড় জেলা কমিটি মনে করে বরাক উপত্যকা নিয়ে পৃথক রাজ্য গঠন করা হলে বাড়তে পারে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ। পাক মদতপুষ্ট কিছু জেহাদি সংগঠনও সক্রিয় হয়ে পড়বে পৃথক রাজ্য গঠন করা হলে। ঘটবে লাভ জেহাদ এবং ল্যান্ড জেহাদের ঘটনা। এই সব বিষয় মাথায় রেখেই এই দুই সংগঠনের কাছাড় জেলা কমিটি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বরাক উপত্যকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি নস্যাৎ করার জন্য। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছে হিন্দু যুব ছাত্র পরিষদ অসম এবং বিশ্ব হিন্দু মহাসঙ্ঘের কাছাড় জেলা কমিটি।
VOL. 1 ISSUE 112 | THURSDAY, 7 SEPTEMBER, 2023 – বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ
KRC TIMES | Promotional
Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com