কে আর সি ইভিনিং ই পেপার

6 - মিনিট |

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেড লাইন
1 শিলচরে লরির ধাক্কায় হত এনআইটি কর্মী, উত্তজেনা, ভাঙচুর
2।বরাকে প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে বললেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী তেলি
3। ই অটোকে বাদ দিয়ে শুধু ই রিক্সায় কেন জোড় – বিজোড়, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিস্তারিত খবর

শিলচরে লরির ধাক্কায় হত এনআইটি কর্মী, উত্তজেনা, ভাঙচুর

শিলচর :সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনায় শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু ঘটল এক সাইকেল আরোহীর। এ দুর্ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।সোমবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের নাম কিংলঙ গেংমাই।

শহরের গোপালগঞ্জ এলাকার নাগাপট্টির বাসিন্দা। তিনি এনআইটি-র ঠিকাভিত্তিক কর্মী। কর্মস্থলে যাওয়ার সময় দ্রুতগতির এমজেড ০১ ডব্লু ৯৩১৩ নম্বরের একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।ভয়ঙ্কর দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালান। সড়ক অবরোধ করে বসেন।

খবর পেয়ে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চালিয়ে শেষে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনায় মৃতের মরদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

বরাকে প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে বললেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী তেলি

শিলচর : বরাক উপত্যকায় প্রচুর গ্যাস রয়েছে। এক কথায় গোটা উপত্যকা গ্যাসের উপর ভাসছে। এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। আজ শিলচরে তিনি বলেন, ওএনজিসি কাছাড় ও করিমগঞ্জে দীর্ঘদিন থেকে খলনের কাজ করে আসছে। এখানে তেলের সন্ধান পাওয়া না গেল গ্যাসের সন্ধান পাওয়া গেছে ।

প্রচুর গ্যাস রয়েছে বরাত উপত্যকার মাটির তলায়। এই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে সরবরাহ করা যেতে পারে। এবং এই উদ্যোগ আগামীতে নেওয়া হবে।

এবং প্রাকৃতিক গ্যাসের এই সম্ভার বরাক উপত্যকার জন্য আগামীতে অনেক সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মন্ত্রী এতিম একটা রোজগার মেলার উদ্বোধন করতে এখানে এসেছিলেন। প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা প্রবল এবং শুধু সম্ভাবনাই নয় এটা নিশ্চিত যে বরাকের মাটির নিচে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে।

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

ই অটোকে বাদ দিয়ে শুধু ই রিক্সায় কেন জোড় – বিজোড়, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শিলচর : শহরের ক্ষুদিরাম মূর্তি পাদদেশে বসে জেলাপ্রশাসনের টুকটুকের বিরুদ্ধে আচমকা হঠকারী সিদ্ধান্তে আর্থিক সংকটের সন্মুখীন হতে হচ্ছে বলে সমস্যার কথা তুলে ধরে ধর্না প্রদর্শন করেন পরিষদের কর্মকর্তারা।তাছাড়া জেলাশাসক আর্থিক দুর্বল টুকটুক চালকদের বৈষম্য করছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন ই রিক্সা পরিষদের পদাধিকারিরা। পরে প্রতিবাদ কার্যসূচী চলাকালীন সার্কেল অফিসার তাদের লিখিত আর্জি গ্রহণ করে আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ মুক্ত করেন ই রিক্সা চালকরা।

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ ১০ সেপ্টেম্বর থেকে

শিলচর : ‘রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ -২০২৩ ” এর কাছাড় জেলা স্তরের প্রতিযোগিতা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং প্রকল্প উপস্থাপনা করবে শিশু বিজ্ঞানীরা। একটি প্রকল্পের জন্য ২জন শিশু বিজ্ঞানীই প্রকল্প উপস্থাপন করবে। জেলা সমন্বয়ক পল্লব কান্তি দে বলেছেন প্রকল্প উপস্থাপন শুরু হবে সকাল ৯টা থেকে।

যে সব শিশু বিজ্ঞানীরা ১০ সেপ্টেম্বর অংশ গ্রহন করবে, তাদের প্রত্যেককে ৩১ আগস্ট এর মধ্যে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জমা দেওয়ার স্থান – বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় বা, সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন এর কার্যালয় – বরাক ব্লাড ব্যাংক, হাইলাকান্দি রোড, শিলচর। যোগাযোগ করতে পারবেন – ৯৪৩৫৬৪৯৩১৩, ৯৪০১৩০২৮৬১ । রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহের – কাছাড় জেলা কমিটির প্রচার সচিব চম্পক সাহা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন।

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সন্তানদের নিজের স্কুলেই পড়ানো উচিত বলছেন সরকারি স্কুলের শিক্ষকরাই

সরকারি স্কুলে পড়ে আমার সন্তানরা ইঞ্জিনিয়ার ও শিক্ষক হয়েছে, বললেন শিক্ষক চন্দন শুক্লবৈদ্য

প্রাথমিক স্কুলের শিক্ষকদের সরকারি কাজে বেশি ব্যস্ত রাখায় ক্ষতি হচ্ছে পড়ুয়াদের

শুভ্র কান্তি ভট্টাচার্য

শিলচর: আলোচনার স্থান কেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বিষয়বস্তুটা অত্যন্ত গভীরে। সরকারি স্কুলে সরকারি শিক্ষকরা কেন সন্তানদের পড়াতে চান না এবিষয়টা উঠে এসেছিল এই আলোচনায় । আসলে অনুষ্ঠানটি ছিল ১৪৩৭ নম্বর আওলাটিলা প্রাথমিক স্কুলের দুইজন শিক্ষকের বিদায় সংবর্ধনা।

আর এই সভায় শেষ পর্যন্ত বিভিন্ন বক্তার বক্তব্যের সূত্র ধরে আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে প্রাথমিক শিক্ষার সমস্যা। উপস্থিত শিক্ষকদের মধ্যে যেমন নতুন প্রজন্মের টেট শিক্ষকরা ছিলেন তেমনি পুরনো শিক্ষকেরাও ছিলেন। দুই প্রজন্মের শিক্ষকরাই মনে করছেন প্রাথমিক শিক্ষাকে এতদিন তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

তবে নিজের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি না করে প্রাইভেট স্কুলে পড়ানোর যে মানসিকতা শিক্ষকদের রয়েছে এটা প্রাথমিক শিক্ষার ক্ষতি করছে। এটা সবাই স্বীকার করলেন। এসবের মধ্যে সবচাইতে করা যে বিষয়টা বেরিয়ে আসে সেটা হল উদারবন্দের একজন শিক্ষক চন্দন শুক্লবৈদ্য বললেন আমার সব সহকর্মীরা যখন তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াচ্ছে তখন আমি আমার ছেলে মেয়েদের আমার স্কুলে বা অন্য কোন বাংলা মাধ্যম স্কুলে পড়িয়েছি।

বাংলা মাধ্যমে পড়িয়েছেন তার মানে আপনার ছেলে মেয়েরা তো মানুষ হয় নি? জিজ্ঞেস করলেন অনুষ্ঠানের মুখ্য বক্তা। উত্তরে এই শিক্ষক বললেন মানুষ হয়নি মানে! আমার প্রথম মেয়েটি টেট শিক্ষকের চাকরি করছে। দুই নম্বর ছেলে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ।তিন নম্বর মেয়ে চাকরি করছে।

এ যুগে বাংলা মাধ্যমের পড়িয়েও আমার ছেলে মেয়েরা চাকরি করছে এটা কম বড় কথা নয়। অর্থাৎ শিক্ষকরা তাদের সন্তানদের বাংলা স্কুলে পড়ালেও সন্তান যে মানুষ হবে না এমন কোন কথা নয় । অন্য শিক্ষকরা আবার বললেন যে ,পরিস্থিতির বাধ্যবাধকতা এবং সামাজিক চাপে অনেক সময় নিজেদের সন্তানদের বেসরকারি স্কুলে দিতে হয়।

এই বাস্তব সত্যটাকে অস্বীকার করা যায় না। স্কুলের প্রধান শিক্ষক প্রণব কান্তি দাস ১৪৩৭ নম্বর আওলাটিলা স্কুলটাকে যেভাবে সাজিয়েছেন তাতে যে কোন বেসরকারি স্কুলকে হার মানাবে এটা নিশ্চিত। সুন্দর গাছ গাছালী দিয়ে একটি মনরোম পরিবেশ। পড়াশোনার মান ভালো। তার কথায়,বেসরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতায় সরকারি স্কুলগুলিও পারবে যদি তারা তাদের মাইন্ড সেটটা বদলায়। আসলে মানসিকতা বদলাতে হবে এটাই বললেন সব শিক্ষকরা। এই অনুষ্ঠানে এছাড়াও অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন তারাও একই কথা বললেন।

তবে প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সবচাইতে যে বড় সমস্যা সেটা হল শিক্ষকদের শিক্ষার চাইতে অন্য কাজে বেশি লাগানো হচ্ছে। একথা বললেন শিক্ষক দেবকান্ত দাস।তিনি বলেন,একজন শিক্ষক যদি বিএল ওর দায়িত্ব পান তাহলে তিনি পড়াবেন কোন সময়। স্কুলের প্রধান শিক্ষককে হোটেল ম্যানেজারের মত মিড ডে মিলের হিসাব রাখতে হয়।

এভাবে বিভিন্ন স্কুলে দু একজন শিক্ষককে রেখে দিতে হয় এসব কাজের জন্য। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে কচিকাঁচা ছাত্ররা। প্রাথমিক শিক্ষায় এর একটা বিরাট প্রভাব পড়ে। এভাবে যদি একজন শিক্ষককে সবসময় অন্য সরকারি কাজ করতে হয় তাহলে শিক্ষার কি হবে। রিপোর্ট বানাতে বানাতেই সময় চলে যায় ।বাচ্চাদের দেখার সময় কোথায়। এসব বাস্তব সমস্যার কথা তুলে বলেন শিক্ষকরা। এই শিক্ষকরা তেমন ইন্টেলেকচুয়াল বলতে আমরা যা বুঝি সেটা নন। কিন্তু তারা যে কথাগুলো বলছেন এটা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলছেন।

এমনকি ওয়ান ওয়ান ইচ টু থার্টি অর্থাৎ ৩০ ছাত্র কিছু একজন শিক্ষকের যে নিয়ম সেটাও কতটুকু বাস্তব এনিয়ে কিছু প্রশ্ন তোলেন। ধরুন একজন শিক্ষক তিনটি ক্লাস পড়াতে হলে তার আলাদা রুমের প্রয়োজন । তিনি একসঙ্গে তো আর সব ক্লাস কে পড়াতে পারবে না। এছাড়া সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ক্লাসরুমের ব্যবস্থা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায়। একটা হলঘরের মত বড় ঘরে ছাত্রদের পড়াতে হয় শিক্ষকদের। এতে সমস্যা দেখা দেয়।

আরেকজন শিক্ষক বললেন যেদিন রাজনৈতিক নেতারা তাদের ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়াবেন সেদিন শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। তখন শিক্ষক হোক বা কোন সরকারি কর্মচারীও তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াতে বাধ্য হবেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ নুনিয়া, বিধান দেব দেবাকান্ত দাস নিলয় নাথ প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন আব্দুল লতিফ মিয়া। এদিন শিক্ষক অনুপমা সিংহ ও তাহানা বেগম লস্করকে সংবর্ধনা জানান হয়। অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক শুভ্র কান্তি ভট্টাচার্য ও উত্তম সরকার।

VOL. 1 ISSUE 106 | MONDAY, 28 AUGUST 2023 সোমবার ,২৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

সম্পাদকীয়

বরাক প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে

শিলচর : বরাক উপত্যকা যে গ্যাসের উপর ভাসছে এই দাবি অনেক দিন থেকেই বিভিন্ন মহল থেকে করা হয়েছিল। কিন্তু দেখা গেছে প্রতিবারে সরকারের পক্ষ থেকে এ সমস্ত দাবীকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি। বরাকে আদৌ তেল বা গ্যাসের কোন সম্ভাবনা আছে কি না এটা নিয়েও কেউ মুখ খুলে কিছু বলেননি।

এইবার প্রথম কোন মন্ত্রী এসে বললেন যে বোরাকে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই কথাটাই বিভিন্ন সংগঠন এতদিন থেকে বারবার বলে আসছিল যে বরাকে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। যার মধ্যে প্রাকৃতিক গ্যাস অন্যতম। কি পরিমান দেশের সোমবার রয়েছে সেটা অবশ্য মন্ত্রী বলেন নি।

কিন্তু আমাদের এটা অনুমান করে নিতে কোন অসুবিধা হবে না একটা বেশ গ্যসের বিরাট সম্ভাবনা রয়েছে এই উপত্যকায়। মন্ত্রী বলেছেন তেলের সম্ভাবনা এখন পর্যন্ত নেই। কিন্তু বিভিন্ন মহল মনে করছেন যে বরাক উপত্যকায় খনিজ তেলের সম্ভাবনাও রয়েছে।

কিন্তু কোন একটা কারণে এই বিষয়টা গোপন রাখা হচ্ছে। ঠিক যেভাবে দীর্ঘদিন গ্যাসের বিষয়টি গোপন রাখা হয়েছিল। প্রকৃতি বরাক উপত্যকাকে অনেক কিছুই দিয়েছে কিন্তু সরকার এই সমস্ত কিছুকে ব্যবহার করার কোন তাগিদ অনুভব করেনি। এটা আমাদের উপত্যকার জন্য এক বিড়ম্বনা।

প্রতিটি ক্ষেত্রে এভাবে আমরা নানা বিড়ম্বনার মধ্যে পড়েছি। কিন্তু এর মধ্যে মন্ত্রী রামেশ্বর তেলির এই কথায় আমরা একটা আশার আলো দেখছি। এখন তাই এ বিষয়টা নিয়ে বিভিন্ন সংগঠনের সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে। যারা প্রতিনিয়ত বরাকে কিছু নেই নেই বলে চিৎকার করেন তাদের বোঝার সময় হয়েছে যে বোরাক উপত্যকায় অনেক কিছু আছে কিন্তু এগুলোকে সামনে আনা হচ্ছে না। এর পেছনেও একটা নির্দিষ্ট অভিসন্ধি কাজ করছে । বরাকবিরোধী একটা চক্র এইসব বিষয়ে সামনে আসতে দিচ্ছে না। তাই বরাকের জনগণের উচিত তাদের নিজস্ব সম্পদ সম্বন্ধে সচেতন হওয়া।

শুভ্র কান্তি ভট্টাচার্য

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *