কে আর সি ইভিনিং ই পেপার

5 - মিনিট |

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার ,২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হেডলাইন
1. আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে বললেন জয়ন্ত শইকিয়া

2. দামছড়ায় দশ কো‌টি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার পাথারকা‌ন্দির ব‌লে‌রো চালক

3. বড়খলা পুলিশের হাতে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই চালক গ্রেফতার

আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে বললেন জয়ন্ত শইকিয়া

শিলচর : আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে। এ কথা ঘোষণা করেন আম আদমি পার্টির আসাম রাজ্য সংগঠক জয়ন্ত শইকিয়া। আজ শিলচরে আম আদমি পার্টির স্থায়ী অফিস উদ্ভাবন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ইন্ডিয়া জুটির প্রার্থীকে সমর্থন করবে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কোন ধরনের সমঝোতা হচ্ছে না এখানে একাই লড়বে ও প্রার্থী দেবে ।

উপস্থিত আসাম রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রভারি দীনবন্ধু রোয়াং । তিনি বলেন সারা দেশব্যাপী যে জোট গঠিত হয়েছে সেই জোটের পক্ষেই আপ আসামে তার কাজ করে যাবে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীদের তারা সমর্থন জানাবে। এদিন আপনার স্থায়ী অফিসের উদ্বোধন হলো তারাপুরের এ এন ডি কলোনির মোড়ে।

আপ এর কাছাড় জেলা কমিটির কার্যকারী সভাপতি শুভ্রাংশু শেখর নাথ বলেন, তিনি আপের স্থায়ী অফিসের জমি দান করবেন। কাছাড় জেলায় আপের সংগঠন দ্রুত বিস্তার লাভ করবে বলে মন্তব্য করেন দলের জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী। একদিন অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন আপের শিলচর ও সোনায়ের দায়িত্বপ্রাপ্ত কর্ডিনেটর দেবাশীষ দেব ও অন্যান্যরা। সবায় বিভিন্ন বক্তা আপকে কাছাড়ে শক্তিশালী করার আহ্বান জানান।

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

দামছড়ায় দশ কো‌টি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার পাথারকা‌ন্দির ব‌লে‌রো চালক খ‌লিল।

করিমগঞ্জ : শনিবার সকাল দশটায় দামছাড়ায় কর্তব্যরত পুলিশ একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ গাড়িটতে তল্লাশি চালায় এবং তল্লাশিতে আশ্চর্যজনক ভাবে একশো কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয় ।

যার ওজন এক কেজি ৩০০ গ্রাম এবং কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। আসাম থেকে ত্রিপুরায় পাচার করতে গিয়ে ব্রাউন সুগার সমেত আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দির খলিল উদ্দিন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে এনে তদন্ত শুরু করেছে। এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চলছে।

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

বড়খলা পুলিশের হাতে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই চালক গ্রেফতার

শিলচর : বড়খলা পুলিশের হাতে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই চালক গ্রেফতার। শনিবারে কাক ভোরে গোপন সুত্রের খবরের ভিত্তিতে বড়খলা থানার ওসি গৌতম চন্দ কুমারের নেতৃত্বে বালাছড়া টোলগেট থেকে অভিযান চালিয়ে একটি ট্রাক গাড়ি থেকে ৫ কুইন্টাল বার্মিজ সুপারি সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে বড়খলা পুলিশ।

উল্লেখ্য শিলচর থেকে হাফলং যাওতার পথে AS26 A C 0201নম্বরের ট্রাক গাড়ি থেকে ৫ কুইন্টাল বার্মিজ বাজেয়াপ্ত করে বড়খলা পুলিশ।এবং পাচারের দায়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে বড়খলা পুলিশ, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রসিদ আলি (২৬) নুর মহমোদ(২৪ ) বুড়ি গাও, কপাল ভাঙ্গা, দরং জেলা বলে জানাগেছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদেরকে বড়খলা থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

দুই শিশুকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের স্বামীর

শিলচর : সোনাই হাতিখাল জিপির ভাউরিকান্দির অবাঞ্ছিত ঘটনায় স্ত্রী আজমিরা বেগমের বিরুদ্ধে মামলা করলেন স্বামী বেবুল হুসেন লস্কর। দুই শিশুকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন স্বামী বেবুল হোসেন। শনিবার কচুদরম থানা মামলা করেন তিনি। উল্লেখ্য পারিবারিক বিবাদের জেরে দুই শিশু কন্যাকে নিয়ে পুকুরে মরণঝাঁপ মায়ের।

সেই মা অর্থাৎ আজমিরা বেগম লস্করকে শিশু হত্যার দায়ে কচুধরম থানায় মামলা করলেন স্বামী । একদিকে সতিনের জ্বালা, অন্যদিকে স্বামীর গৃহ থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কায় দুই শিশু কন্যাকে নিয়ে পুকুরে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার ব্যার্থ প্রয়াস করা গৃহবধু আজমিরা বেগমকে নিয়ে বিস্তারিত তুলে ধরেন তাঁর স্বামী।

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

শিলচর পুর নির্বাচন, মধ্যপ্রদেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার সরকারের

শুভ্রকান্তি ভট্টাচার্য

শিলচর : পুর নির্বাচন নিয়ে আদালতের জটিলতা কাটাতে এবার নতুন চিন্তা ভাবনা করছে সরকার। শিলচর পুর কর্পোরেশন নিয়ে পাঁচটি মামলা হাইকোর্টে ঝুলে রযেছে। তাই হাইকোর্টের কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। ওয়ার্ড ডিলিমিটেশন চূড়ান্ত সংক্রান্ত নোটিফিকেশন সরকার প্রকাশ করতে পারছে না।

তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে শিলচর পুর নিগমের নির্বাচন করানো সম্ভব নয়। কিন্তু সরকার যে কোনভাবেই হোক নভেম্বরে নির্বাচন করাতে চাইছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যে কোনভাবেই শিলচর পুর নিগমের নির্বাচন করিয়ে নিতে চান। কিন্তু সমস্যা হয়েছে আদালতের অবস্থান। সব আইনের বিশ্লেষণের পর এই সমস্যা সমাধানের একটা নতুন রাস্তা পাওয়া গেছে বলে মনে করছেন সরকার।

কি সেই নতুন রাস্তা? রাস্তাটা হল মধ্যপ্রদেশে বিভিন্ন পুরনিগম নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। মধ্যপ্রদেশে পুর নিগমগুলিতে ওবিসি আসন সংরক্ষণ নিয়ে একটা জটিলতা ছিল। এনিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে ওবিসি আসন সংরক্ষণ প্রক্রিয়া পরেও করলে হবে ।কিন্তু নির্বাচন প্রক্রিয়া আটকানো যায় না। সুপ্রিম কোর্ট এটা পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে একটি নির্বাচিত বোর্ডের দায়িত্ব পাঁচ বছর। পাঁচ বছরের পরে জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এটাই নিয়ম।

এটাই জনগনের অধিকার। তাই মধ্যপ্রদেশের বিভিন্ন পুর নিগমের বা পুরসভার গঠন নিয়ে যে জটিলতা ছিল সেটা সমাধানের জন্য সুপ্রিমকোর্ট বলেছিল যে আসনগুলো নিয়ে জটিলতা সেই আসনগুলোকে আপাতত সাধারণ বলে ঘোষণা করে নির্বাচন করিয়ে নিতে হবে। নির্বাচনের পরেও এই সমস্যার সমাধান করা যেতে পারে। কিন্তু এই সমস্যার জন্য নির্বাচন কোন অবস্থায় আটকানো যাবে না। সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন কে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছিল।

এখন সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে হাইকোর্টে আসাম সরকারের পক্ষ থেকে একটা এফিডেভিট দাখিল করা হতে পারে। আর এই এফিডেভিটে যদি হাইকোর্ট সন্তুষ্ট হয় তাহলে নির্বাচন করানোর অনুমতি দিতে পারে আদালত। সেক্ষেত্রে ওয়ার্ড ডিলিমিটেশনের গেজেট নোটিফিকেশন সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় কোন বাধা থাকবে না। এবং নির্বাচন করিয়ে নেওয়া সম্ভব হবে। আপাতত এই পদ্ধতিতে হাঁটছে সরকার।

অর্থাৎ এ ধরনের কোন এফিডেভিট যদি রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে দেওয়া হয় তাহলে হাইকোর্ট এটা মেনে নিতেও পারে। যেহেতু মধ্যপ্রদেশ সম্পর্কে সুপ্রিম কোর্ট এ ধরনের একটা আদেশ দিয়েছিল তাই সেটাকে দেখিয়ে রাজ্য সরকার পুর নিগমের নির্বাচন করানোর পক্ষে যুক্তি খাড়া করবে। কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার নিগমে অন্তর্ভুক্তি নিয়ে মামলাগুলো রয়েছে সেগুলোর নিষ্পত্তি পরে হবে ।আপাতত যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেটা দিয়েই নির্বাচন হয়ে যাক। এরকম একটা যুক্তি আদালত মেনে নিতেও পারে।

এছাড়া পুর এলাকায় এলাকায় ঢুকে বহু এলাকা পরে আবার গাঁও পঞ্চায়েতে চলে গেছে এমন নিদর্শন রয়েছে এই শিলচরের রংপুরে। তাই চাইলে আদালত এ বিষয়টা সম্পর্কে নির্বাচন কমিশনকে নির্বাচন করানোর অনুমতি দিতে পারে। এছাড়া পুরসভা পরিচালনার জন্য অস্থায়ী বোর্ডেকে ৬ মাসের বেশি ক্ষমতা দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট এই কথাও বলেছে। জনগণকে পাঁচ বছর পর পর তাদের পুর প্রতিনিধি নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এ কথাও সুপ্রিম কোর্ট তাদের রায়ে উল্লেখ করেছে।

এটা রেফারেন্স হিসেবে ধরে নিয়ে আদালতে হলফনামা জমা দিতে পারে সরকার এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সরকার যদি আদালতে এ ধরনের কোন এফিডেভিট জমা না দেয় তাহলে এই নভেম্বরে বা ডিসেম্বরে পুর নির্বাচন সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী যখন চাইছেন তাহলে আদালতে জমা দেওয়া হতে পারে।

VOL. 1 ISSUE 109 | SATURDAY, 2 SEPTEMBER, 2023 শনিবার , সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সদস্য ই-কপি, বরাক উপত্যকা সংস্করণ

Published by KRC Foundation. H.No. 15, Old Kalibari Road, Malugram, Silchar, Assam 788002. Editor-in-chief: Biswadeep Gupta.Consulting Editor: Chayan Bhattacharjee Tel: 8721838313, e-mail: krctimes@gmail.com www.krctimes.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *