ক্যাব বিরোধিতা : সংযুক্ত কমিটির ত্রিপুরা বনধ প্রত্যাখ্যাত, আইপিএফটি-র এডিসি বনধে মিশ্র সাড়া

2 - মিনিট |

সংযুক্ত কমিটির ত্রিপুরা বনধ রাজ্যবাসী প্রত্যাখ্যান করেছেন। শহর এলাকায় দোকান-পাট, হাট-বাজার খোলা রয়েছে। অবশ্য, পরিবহন ক্ষেত্রে বনধের ভালই প্রভাব পড়েছে। তাছাড়া, বিভিন্ন ট্রেন আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। হামসফর এক্সপ্রেস তেলিয়ামুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ত্রিপুরায় এডিসি এলাকায় আইপিএফটির ডাকা বনধে মিশ্র সাড়া পড়েছে। তবে, সংযুক্ত কমিটির ত্রিপুরা বনধ রাজ্যবাসী প্রত্যাখ্যান করেছেন। শহর এলাকায় দোকান-পাট, হাট-বাজার খোলা রয়েছে। অবশ্য, পরিবহন ক্ষেত্রে বনধের ভালই প্রভাব পড়েছে। তাছাড়া, বিভিন্ন ট্রেন আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। হামসফর এক্সপ্রেস তেলিয়ামুড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ফলে, যাত্রীরা ভীষণ সমস্যায় পড়েছেন। সড়কপথে যানবাহন চলছে না, তাই ওই ট্রেনের যাত্রীরা তেলিয়ামুড়া স্টেশনেই অপেক্ষা করছেন। এদিকে, সংযুক্ত কমিটি আগরতলায় সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিরোধ প্রদর্শন করলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। 

আজ সকাল থেকেই এডিসি এলাকায় আইপিএফটি-র কর্মী সমর্থকরা বনধের সমর্থনে পিকেটিংয়ে নেমে পড়েন। রাস্তা এবং রেল লাইনে তারা অবরোধ করেন। এডিসি এলাকায় জাতীয় সড়ক তাঁরা অবরোধ করেছেন। এই বনধকে ঘিরে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ আইন-শৃঙ্খলার দিকে নজর রাখলেই পিকেটারদের সাথে কোন জোর জবরদস্তি করছে না। এডিসি এলাকায় দোকানপাট, বাজার, অফিস, স্কুল, কলেজ বন্ধ রয়েছে। যানবাহন চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ত্রিপুরায় এডিসি এলাকায় ১২ ঘন্টার বনধে দারুন সাড়া মিলেছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে সামিল হয়েছেন। তিনি দাবি করেন, এই আন্দোলন ত্রিপুরা সরকারের সাথে বিরোধের বহিঃপ্রকাশ নয়। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করবে। ওই বিলের বিরোধিতায় বনধ পালন করা হচ্ছে।  এদিকে, আইএনপিটি সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ফোরামের ডাকা অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ রাজ্যবাসী প্রত্যাখ্যান করেছেন। শহর এলাকায় জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে। কারণ, দোকানপাট, বাজার, স্কুল, কলেজ, অফিস, আদালত খুলেছে। আজ সকাল সাড়ে নয়টায় ওই ফোরামের সমর্থকরা আগরতলায় সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বনধের সমর্থনে বিরোধ প্রদর্শন করেছে। আধ ঘন্টার বিরোধ প্রদর্শনের পর পুলিশ তাঁদের অবস্থান প্রত্যাহার করার অনুরোধ জানায়।  তাতে তাঁরা রাজি না হাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। প্রায় দুই শতাধিক পিকেটারদের পুলিশ গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে ছেড়ে দিয়েছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news