ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া দিবস পালন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে

< 1 - মিনিট |

জাতীয় ক্রীড়া দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সহ যোগ প্রর্দশনীর মাধ্যমে পালন করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মঙ্গলবার সমগ্ৰ দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর তারাপুর স্থিত সেলিব্রেশন বিবাহ ভবনে ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া দিবস বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সহ যোগ প্রর্দশনীর মাধ্যমে পালন করা হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

এদিনের অনুষ্ঠানে মূখ্য সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩য় বি.এন এন.সি.সি-র কামান্ডিং অফিসার অমোদ চন্দনা সহ মেজর মনিধন সিংহ,ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির সভাপতি বিবেক পোদ্দার,ক্ষেত্র সংযোজক মনোজ মোহান্তি,আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ অধ্যক্ষ ডাঃ বিভাষ দেব,রূপম সংস্থার সভাপতি নিখিল পাল,ডি.এস.এ-র সহ-সচিব দেবাশীষ সোম, ক্রীড়া ভারতীর সম্পাদক পুর্ণেন্দু দাস, জেলা সম্পাদক পিঙ্কু রঞ্জন পাল, আর্মি স্কুলের প্রিন্সিপাল রুচিরা চন্দনা,ফুলেরতল আশাপল্লী ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল‌ রুহত জন সিংহা প্রমূখেরা প্রথমে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর প্রয়াত ধ্যানচন্দের জীবনীপাঠ ও নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সৃজনী দেব এবং যোগ নিকেতনের ছাত্র-ছাত্রীরা যোগাসন ও পিরামিড এবং থাংটা,ফেন্সিং,টাইকুন্ডো খেলা প্রর্দশন করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।

পরবর্তী সময়ে ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে তিন জন প্রতিভাবান খেলোয়াড় এক হাতের টি.টি তারকা বিপ্রজিৎ দেব,কে.সোনাক্সি সিংহা,এন.জি এইপাভা সিংহ দেরকে উত্তরীয় পড়িয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মাণ জানানো হয় এবং উপস্থিত সবাই বিপ্রজিত দেবের খেলার প্রতিভার প্রশংসা করেন।অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পিংকু রঞ্জন পাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *