ক্ষমা আমি চাইব না : নিজ মন্তব্যে অনড় রাহুল গান্ধী

< 1 - মিনিট |

সংসদে উত্তাপ ছড়ালেও রাহুল কার্যত নিজের মন্তব্য থেকে সরে আসছেন না। রাহুল জানিয়েছেন, ‘আমি ক্ষমা চাইব না।’

কে আর সি টাইমস ডেস্ক

‘রেপ ইন ইন্ডিয়া’-কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এই মন্তব্যের জেরে শুক্রবার উত্তাল হয়েছে লোকসভা। রাজ্যসভাতেও বেশ কয়েকজন বিজেপি সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছেন। সংসদে উত্তাপ ছড়ালেও রাহুল কার্যত নিজের মন্তব্য থেকে সরে আসছেন না। রাহুল জানিয়েছেন, ‘আমি ক্ষমা চাইব না।’ পাল্টা আক্রমণ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, ‘‘আমি আপনাদের দেখিয়ে দেব, নরেন্দ্র মোদিজি দিল্লিকে ‘রেপ ক্যাপিটাল’ বলেছিলেন, আমার ফোনে ভিডিও ক্লিপও রয়েছে। প্রত্যেকে যাতে দেখতে পারেন সেজন্য আমি ওই ভিডিও ক্লিপ টুইট করব। আসলে উত্তর-পূর্বের প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই এসব করছে বিজেপি।’  রাহুল গান্ধীর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জেরে শুক্রবার, সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। নিম্নকক্ষ লোকসভায় রাহুলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি, রাজনাথ সিং, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। লোকসভায় তুমুল হই হট্টোগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জেরে উত্তাল হয় রাজ্যসভাও। রাজ্যসভায় রাহুলকে ক্ষমা চাইতে বলেন উচ্চকক্ষের বেশ কয়েকজন বিজেপি সাংসদ। তখন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘এই কক্ষের সদস্য নন, এমন ব্যক্তির নাম নিতে পারবেন না আপনারা।’ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news