গরম ও লাগামছাড়া আর্দ্রতার দাপটে নাজেহাল শহরবাসী, বর্ষার প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

< 1 - মিনিট |

নাজেহাল অবস্থা লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের

কে আর সি টাইমস ডেস্ক

তীব্র গরম ও লাগামছাড়া আর্দ্রতার দাপটে নাজেহাল অবস্থা কলকাতা ও শহরতলির মানুষজনের। কখনও কখনও বৃষ্টি ও দমকা হাওয়া মিলছে বটে। কিন্তু, তাতে গরম থেকে স্বস্তি মিলছে না। মাত্রাতিরিক্ত গরম সয়েও আপাতত বর্ষার অপেক্ষা দক্ষিণবঙ্গ। যদিও, দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ কবে হবে, তা এখনও অনিশ্চিত। ভ্যাপসা গরমের জেরে বুধবার সকাল থেকেই নাজেহাল অবস্থা লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের। সাতসকালের ট্রেনে যেতে যেতেই কার্যত ঘামে স্নান করেছেন অনেকে। বেলা যত গড়িয়েছে, অস্বস্তির মাত্রাও চড়েছে। দরদরিয়ে ঘামতে ঘামতে শরীরে জলের অভাবও অনুভূত হয়েছে। –––––

এমন অস্বস্তিকর গরম থেকে রেহাই কবে মিলবে, সেই প্রশ্নই মুখে মুখে ঘুরছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে কবে আগমণ হবে সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news