গার্ডেনরিচ জল প্রকল্পে রক্ষণাবেক্ষণ, দক্ষিণ কলকাতায় বন্ধ জল-পরিষেবা

< 1 - মিনিট |

শনিবার সকাল দশটার পর থেকে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বাঘাযতীন, রানিকুঠি, গল্ফগ্রিনে পরিস্রুত পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।

কে আর সি টাইমস ডেস্ক

ফের জল-সমস্যার মধ্যে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির মানুষজন। শনিবার, ৭ ডিসেম্বর সকাল থেকে পরের দিন রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পরিস্রুত পানীয় জল পরিষেবা। এই সময়ের মধ্যে গার্ডেনরিচ জল প্রকল্পের পরিশোধিত পাইপ লাইনের মেরামতি-সহ একাধিক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল দশটার পর থেকে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বাঘাযতীন, রানিকুঠি, গল্ফগ্রিনে পরিস্রুত পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। জল বন্ধ থাকবে মহেশতলা ও বজবজ পুর এলাকাতেও।  পরের দিন ৮ ডিসেম্বর, রবিবার সকাল থেকে আবার পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে। গার্ডেনরিচ জল প্রকল্প থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ হয়। গার্ডেনরিচ জল প্রকল্পের পরিশোধিত পাইপ লাইনের মেরামতি সংক্রান্ত কাজের জন্যই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। তবে, কাজ দ্রুত মিটিয়ে যাতে পরিষেবা তাড়াতাড়ি চালু করা যায় সেই চেষ্টাই করছে পুর-কর্তারা। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news