গুগল ডুডলে প্রণাম বিজ্ঞানী লুসি উইলসকে

< 1 - মিনিট |

গুগল স্বীকৃতি জানাল এক ব্রিটিশ মহিলা বিজ্ঞানী ও হেমাটোলজিস্ট লুসি উইলসকে। শুক্রবার তাঁর ১৩১-তম জন্মদিনে ডুডলে আনা হয়েছে তাঁকে।

কে আর সি টাইমস ডেস্ক

গুগল স্বীকৃতি জানাল এক ব্রিটিশ মহিলা বিজ্ঞানী ও হেমাটোলজিস্ট লুসি উইলসকে। শুক্রবার তাঁর ১৩১-তম জন্মদিনে ডুডলে আনা হয়েছে তাঁকে। ভারতের অন্তঃসত্বাদের রক্তাল্পতা নিয়ে প্রায় ৯০ বছর আগে তিনিই প্রথম বিশদ সমীক্ষা করিয়েছিলেন। লুসির জন্ম ১৮৮৮-র ১০ মে সাটন কোলফিল্ডে। লন্ডন স্কুল অফ মেডিসিন ফর উওমেন থেকে পাশ করার পর হেমাটোলজিস্ট (অ্যানিমিয়ার গবেষক) হিসাবে নাম করেন। ভারতের গরিব মহিলারা অন্তঃসত্ত্বা অবস্থায় পুষ্টিকর খাবার না পেয়ে কীভাবে সমস্যার মুখে পড়েনতার ওপর বিশদ সমীক্ষা করেন লুসি। মারা যান ১৯৬৪-র ১৬ এপ্রিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news