গুয়াহাটি এইমসের পরিষেবা বিস্তৃত হোক বরাকেও, গুয়াহাটি গিয়ে দেখা করে অনুরোধ করে এলেন থাউজেন্ড সায়ন্তন

2 - মিনিট |

শিলচর মেডিকেল কলেজ এবং বরাকের তিন জেলার তিন সিভিল হাসপাতালের সঙ্গে টাই-আপে চিকিৎসা পরিষেবা বিষয়ক বিভিন্ন ধরনের কাজকর্ম করার প্রচেষ্টা করা হবে, আগামীদিনে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ১১ আগস্ট, থাউজেন্ড সায়ন্তনের এক প্রতিনিধি দল সরাসরি গুয়াহাটি এইমসের ডাইরেক্টর এর সঙ্গে দেখা করলেন। বরাকে স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুয়াহাটি এইমসের সব ধরনের সহযোগিতা পাবার জন্য অনুরোধ জানিয়ে এলেন থাউজেন্ড সায়ন্তনের প্রতিনিধি দল। ডাইরেক্টর এর সঙ্গে দেখা করার এবং কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, শিলচর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ তথা গুয়াহাটি এইমসের বর্তমান সভাপতি ডক্টর বাবুল বেজবরুয়া।

২০১৯ থেকে সায়ন্তনরা ডঃ বাবুল বেজবরুয়া ও অন্য সবার সাথে সমন্বয় রেখে শিলচর মেডিকেল কলেজ আপগ্রেডেশন নিয়ে বিভিন্ন কাজকর্ম করে আসছেন, সেই সম্পর্কের সুবাদে, থাউজেন্ড সায়ন্তন ডক্টর বাবুল বেজবরুয়ার গুয়াহাটি এমসের সভাপতি হওয়ার খবর পাবার সঙ্গে সঙ্গেই উনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন এবং ডক্টর বাবুল বেজবরুয়া বরাকের মানুষের স্বার্থে এই বিষয়ে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানিয়েওছিলেন।

থাউজেন্ড সায়ন্তন এবং গুয়াহাটি এইমসের ডাইরেক্টরের যৌথ আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে তা হলো, শিলচর মেডিকেল কলেজ এবং বরাকের তিন জেলার তিন সিভিল হাসপাতালের সঙ্গে টাই-আপে চিকিৎসা পরিষেবা বিষয়ক বিভিন্ন ধরনের কাজকর্ম করার প্রচেষ্টা করা হবে, আগামীদিনে।

শিলচর তথা বরাকের প্যারামেডিকেল, টেকনিশিয়ান প্রভৃতি চিকিৎসা পরিষেবা বিষয়ক বিভিন্ন ফিল্ডের মানুষদেরকে গুয়াহাটি এইমস থেকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। গুয়াহাটি এইমসের ডাইরেক্টর, এর মধ্যেই শিলচরে আসার কথা অন্য সরকারি কাজে, তখন সায়ন্তনদের সাথে নিয়ে শিলচর মেডিকেল কলেজ ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। ডাইরেক্টর বলেছেন, তাঁরা মিনিস্ট্রির সঙ্গে কথা বলে দেখবেন, বরাকের পিছিয়ে পরা বা দুর্গম এলাকার অসুস্থ রোগীকে প্রয়োজনবোধে হেলিকপ্টারে গুয়াহাটি এইমসে আনার ব্যবস্থা করা যায় কিনা। অর্থাৎ, ডক্টর বাবুল বেজবরুয়ার সহায়তায় গুয়াহাটি এইমসের সঙ্গে বরাকের সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করার প্রাথমিক প্রচেষ্টা করে এলেন সায়ন্তনরা।

থাউজেন্ড সায়ন্তন শিলচর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *