গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

< 1 - মিনিট |

গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে কুমারী মাতা এবার বালিকা রূপে পূজিত হন

কে আর সি টাইমস ডেস্ক

“যত্র নার্য্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ ” অর্থাৎ যে স্থলে নারীরা পূজিত হন, সেই স্থলের প্রতি দেবতাদের প্রসন্ন দৃষ্টি বর্তমান থাকে । গত দু’বছর করোনার (Covid)কারণে বন্ধ থাকলেও, এবছর ফের কুমারী পুজো হয়েছে গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে । প্রথা মেনে আজ ঠিক সকাল ৯টায় কুমারী পুজো শুরু হয়।

দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে ৷ এবার গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে কুমারী হয়েছে ভিহানা চক্রবর্তী। গুয়াহাটি রামকৃষ্ণ মিশনে কুমারী মাতা এবার বালিকা রূপে পূজিত হন।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news