গ্যাসের পাইপ লাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় সরব হলো বিধায়ক দিপায়ণ চক্রবর্তী

< 1 - মিনিট |

উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ তুলে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কলেজ রোড ও সুভাষ নগর এলাকায় গত পূজোর আগে পাকার রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল। কিন্তু বুধবার গ্যাসের পাইপ লাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দিপায়ণ চক্রবর্তী সরব হন। এবং এলাকায় পৌঁছে তিনি কর্মীদের জিজ্ঞেস করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন তাঁরা। এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দিপায়ন চক্রবর্তী।

তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান,পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপ লাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে।যা আগামীতে এলাকার জনগণকে ননা সমস্যায় ফেলবে।কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমাজল এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে।

বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়না।এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন বিধায়ক।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news