গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে

< 1 - মিনিট |

১১ আগস্ট ২০২৩ তারিখ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রঙাপানী স্টেশনকে অন্তর্মুখী অটোমোবাইল ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

মালিগাঁও : পণ্য সামগ্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করতে এবং উন্নত গ্রাহক সংযোগ ব্যবস্থা প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগগুলির অংশ হিসেবে গ্রাহকদের দ্বারা বিভিন্ন সামগ্রীর সহজ পরিবহণের লক্ষ্যে ২০২৩-এর আগস্ট মাসে বহির্মুখী ও অন্তর্মুখী পণ্য ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য আরও কিছু স্টেশন খুলে দেওয়া হয়েছে।

গ্রাহক সংযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পণ্য রাজস্ব বৃদ্ধি করতে লামডিং ডিভিশনের অন্তর্গত জিরানিয়া স্টেশনটি ০৭ আগস্ট, ২০২৩ তারিখ থেকে লিফ্ট অন – লিফ্ট অফ অপারেশনের সাথে কন্টেইনার ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। ১১ আগস্ট ২০২৩ তারিখ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রঙাপানী স্টেশনকে অন্তর্মুখী অটোমোবাইল ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে।

১৮ আগস্ট ২০২৩ তারিখ থেকে তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত নর্থ লখিমপুর স্টেশনকে বহির্মুখী কয়লা ট্র্যাফিক হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে। ২৮ আগস্ট ২০২৩ তারিখ থেকে রঙিয়া ডিভিশনের অন্তর্গত আজরা ও মির্জা স্টেশনকে অন্তর্মুখী ক্যালসাইন্ড পেট্রোলিয়াম কোক (সিপিসি) কনসাইনমেন্ট হ্যান্ডলিং-এর জন্য খোলা হয়েছে।

গ্রাহক সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন টার্মিনাল খোলার ফলে পণ্যবাহী ট্রেনের লোডিং ও আনলোডিং বৃদ্ধি পেয়েছে, যার পরিণাম হিসেবে আগামী বছরগুলিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

KRC TIMES | Promotional

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *