এবছরের গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হল সুন্দর পিচাই ও নাসদাক প্রেসিডেন্ট অ্যাডেনা ফ্রায়েডম্যানকে
বিশ্বের দরবারে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন গুগলের ভারতীয় সিইও সুন্দর পিচাই। এবছরের গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়া হল সুন্দর পিচাই ও নাসদাক প্রেসিডেন্ট অ্যাডেনা ফ্রায়েডম্যানকে।
ভারত-আমেরিকা বাণিজ্য করিডরে উন্নয়ন ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য ইউএসআইবিসি এই বিশেষ সম্মান দিচ্ছে। ২০১৯ সালের গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন সিইও সুন্দর পিচাই এবং অ্যাডেনা ফ্রায়েডম্যান।
এই পুরস্কার ঘোষণা হতেই ইউএসআইবিসি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিচাই। তিনি বলেন, ‘ভারতে জন্মসূত্রে দেখেছি, প্রযুক্তি কীভাবে মানুষের জীবনযাপনের মান পরিবর্তন করেছে। ভারতের অসামান্য উন্নয়নে অবদান রাখতে পারার জন্য গুগল-এর তরফ থেকে আমি গর্বিত। একই সঙ্গে আমেরিকার জন্য পণ্য তৈরি করতে গুগলকে উল্লেখযোগ্য সহায়তা করছে ভারত। আমরা সবে বিপুল সম্ভাবনার পথে হাঁটতে শুরু করেছি।’
অন্যদিকে ভারত ও আমেরিকার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে পার্টনারশিপের কথা জানিয়েছেন নাসডাক প্রেসিডেন্ট। বেঙ্গালুরুতে তারা একটি টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করেছে বলেও জানিয়েছে।
আগামী ১২-১৩ জুন তারিখে ওয়াশিংটনের ইউএস চেম্বার অফ কমার্সে আয়োজিত ইউএসআইবিসি ইন্ডিয়া আইডিয়াস সম্মেলনে পিচাই এবং ফ্রায়েডম্যানকে এই পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে।
উল্লেখ্য ২০০৭ সাল থেকে আমেরিকা ও ভারতের বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শীর্ষস্থানীয় কর্পোরেট কর্তা ও তাঁদের সংস্থাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড চালু করে ইউএসআইবিসি।