ঘুমের মধ্যেই চিরঘুমে অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা

< 1 - মিনিট |

কোনও রকম জটিল অসুস্থতা ছাড়াই প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা| সোমবার সকাল সওয়া ছ’টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি

কে আর সি টাইমস ডেস্ক

কোনও রকম জটিল অসুস্থতা ছাড়াই প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা| সোমবার সকাল সওয়া ছ’টা নাগাদ ৩৮ বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রুমা গুহ ঠাকুরতা| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর| দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রুমা দেবী| তবে, কোনও জটিল কোনও রোগ ছিল না| সোমবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ নিজের বাড়িতেই ঘুমের মধ্যে চিরঘুমে শায়িত হয়েছেন রুমা গুহ ঠাকুরতা|

কিশোর কুমারের প্রথম স্ত্রী হলেন রুমা গুহ ঠাকুরতা| তাঁদের বিয়ে হয় ১৯৫১ সালে| তাঁদের সন্তান অমিত কুমার| ১৯৫৮ সালে কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদের পর রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার| রুমা ও অরূপ বাৱুর সন্তান হলেন গায়িকা শ্রমণা চক্রবর্তী| যদিও, অমিতের কাছেই প্রায় সময় থাকতেন রুমা দেবী| কিছুদিন আগেও ছেলে অমিতের কাছে বেড়াতে গিয়েছিলেন রুমা দেবী| মাস তিনেক অমিতের বাড়িতে ছিলেন| কয়েকদিন আগে কলকাতায় ফেরেন|

১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রুমা দেবী| ১৯৫৮ সালে তিনি ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠা করেন| সত্যজিত্ রায় পরিচালিত ‘অভিযান’ ও ‘গণশত্রু’-তে অভিনয় করেছিলেন রুমা দেবী| এছাড়াও বালিকা বধূ, অ্যান্টনি ফিরিঙ্গি প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী| অরূপ গুহ ঠাকুরতার ভাই সুদেববাবু জানিয়েছেন, ছেলে অমিত এলেই বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news