চাঁদমামার কক্ষপথে প্রবেশ বাহুবলীর

< 1 - মিনিট |

চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর, আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা ছোঁয়াবে বিক্রম ল্যান্ডার

কে আর সি টাইমস ডেস্ক

পৃথিবীকে ‘গুড বাই’ জানিয়ে, কিছুদিন আগেই পৃথিবীর কক্ষপথের গণ্ডি পেরিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-২| দীর্ঘ পথ অতিক্রম করার পর ২০ আগস্ট সকালে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-২| এবার অপেক্ষা চাঁদের মাটি স্পর্শ করার| সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর  চাঁদের মাটিতে পা ছোঁয়াবে বিক্রম ল্যান্ডার|

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (আগস্ট ২০, ২০১৯) সকালে সফলভাবেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-২|  ভারতীয় সময় অনুযায়ী সকাল ০৯.০২ মিনিট থেকে শুরু হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ১৭৩৮ সেকেন্ডে| ইসরো আরও জানিয়েছে, চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর, আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা ছোঁয়াবে বিক্রম ল্যান্ডার| চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর আগামী ২৮ দিন চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান-২| ল্যান্ডার বিক্রম নামার আগেও চাঁদকে প্রদক্ষিণ করবে ভারতের চন্দ্রযান-২| ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখার পরই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার| 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, ‘চন্দ্রযান-২ মিশল বড় মাইলফলক অতিক্রম করেছে| সুনির্দিষ্ট ভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশের প্রক্রিয়াটি শুরু হয়েছিল সকাল ন’টা থেকে এবং ৩০ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়েছে| সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছেন চন্দ্রযান-২|’ চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করলেও, উত্কণ্ঠা এখনও থেকেই যাচ্ছে| ইসরো-র চেয়ারম্যান জানিয়েছেন, ‘পরবর্তী বড় ইভেন্টটি হবে আগামী ২ সেপ্টেম্বর, যখন কক্ষপথ থেকে পৃথক হবে ল্যান্ডার বিক্রম| ল্যান্ডারের সমস্ত সিস্টেম স্বাভাবিক রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আগামী ৩ সেপ্টেম্বর মাত্র ৩ সেকেন্ডের জন্য একটি ছোট কৌশল হবে আমাদের| এরপর আগামী ৭ সেপ্টেম্বর ভোররাত ১.৫৫ মিনিট নাগাদ চাঁদের মাটিতে পা ছোঁয়াবে ল্যান্ডার|’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news