চাঁদে খোঁজ মিলল বিক্রম ল্যান্ডারের, এলআরও ক্যামেরায় তোলা ছবি প্রকাশ্যে আনল নাসা

< 1 - মিনিট |

চাঁদের বুকে তন্নতন্ন করে খোঁজাখুঁজির পর ল্যান্ডার বিক্রম-এর সন্ধান পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।

কে আর সি টাইমস ডেস্ক

অবশেষে চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডারের খোঁজ মিলল। চাঁদের বুকে তন্নতন্ন করে খোঁজাখুঁজির পর ল্যান্ডার বিক্রম-এর সন্ধান পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। ভারতীয় সময় অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর (ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ৭ সেপ্টেম্বর) ভোররাত পৌনে দু’টো নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে পা ছোঁয়াতে যাওয়ার সময় চন্দ্রযান-২-এর নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম এখন ঠিক কোথায় রয়েছে, সেই ছবিও প্রকাশ্যে আনল নাসা। বিক্রম এখন কী অবস্থায় রয়েছে, তা জানা গেল। চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করা নাসার মহাকাশযান ‘লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও)’ বহু চেষ্টা চালিয়ে বিক্রমকে খুঁজে পেয়েছে। লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও) ক্যামেরা থেকে তোলা ছবি প্রকাশ্যেও এনেছে নাসা। লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও) ক্যামেরা থেকে তোলা ছবিতে নীল ও সবুজ রঙের কিছু বিন্দুর দেখা মিলেছে। নাসা জানিয়েছে, ‘সবুজ বিন্দু গুলি স্পেসক্রাফ্টের ধ্বংসাবশেষ (নিশ্চিত অথবা সম্ভবত)। সবুজ বিন্দু দিয়ে বোঝানো হয়েছে বিক্রমের ভেঙে পড়া টুকরোর ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটিকে।’  নাসা জানিয়েছে, বিক্রম যে স্থানে আছড়ে পড়েছিল সেখান থেকে ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে সর্বপ্রথম ধ্বংসাবশেষ খুঁজে পান শানমুগা সুব্রহ্মণ্যম। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘জিএসএলভি মার্ক থ্রি’ রকেটে চাপিয়ে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয়েছিল। ৬ সেপ্টেম্বর গভীর রাতে পাখির পালকের মতো অবতরণের (সফট ল্যান্ডিং) কথা ছিল বিক্রমের। অবতরণের পরে প্রজ্ঞান বিক্রমের শরীর থেকে বেরিয়ে আসত। চাঁদের মাটি ছোঁয়ার আগেই বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় ইসরোর। তার পর থেকেই নিখোঁজ ছিল বিক্রম। অবশেষে বিক্রম ল্যান্ডারের খোঁজ পেল নাসা। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news