চাতলা  এলাকার সমাজসেবী অনিল চন্দ্র দাসের জীবনাবসান

< 1 - মিনিট |

শিলকুড়ি চাতলা এলাকার বিশিষ্ট সমাজসেবী অনিল চন্দ্র দাস স্বল্প রোগ ভোগের রবিবার পরলোক গমন করেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলকুড়ি চাতলা এলাকার বিশিষ্ট সমাজসেবী  অনিল চন্দ্র দাস স্বল্প  রোগ  ভোগের রবিবার পরলোক গমন করেন । কিছুদিন থেকে তিনি ব্রেন টিউমার জনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৭৮ ।

মৃত্যুকালে তিনি  রেখে গেছেন স্ত্রী  নিহার বালা দাস,  এবং চার পুত্র সন্তান যথাক্রমে চন্দ্রকান্ত দাস, দ্বিতীয় পুত্র অধীর দাস , তৃতীয় পুত্র অরবিন্দ দাস, ও  চতুর্থ পুত্র রামকৃষ্ণ দাস, এবং এক কন্যা সঞ্চিতা দাস সহ  বহু গুণ মুগ্ধদের  ।। তাঁর র মৃত্যুতে চাতলা আমটিলা  অঞ্চলে এক শোকের ছায়া নেমে আসে।   প্রসঙ্গত উল্লেখযোগ্য   তিনি চাতলা এলাকায় সমাজ সেবার কাজে জড়িত ছিলেন।

Promotional| KRC Foundation

Know more

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *