শিলকুড়ি চাতলা এলাকার বিশিষ্ট সমাজসেবী অনিল চন্দ্র দাস স্বল্প রোগ ভোগের রবিবার পরলোক গমন করেন
শিলকুড়ি চাতলা এলাকার বিশিষ্ট সমাজসেবী অনিল চন্দ্র দাস স্বল্প রোগ ভোগের রবিবার পরলোক গমন করেন । কিছুদিন থেকে তিনি ব্রেন টিউমার জনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৭৮ ।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী নিহার বালা দাস, এবং চার পুত্র সন্তান যথাক্রমে চন্দ্রকান্ত দাস, দ্বিতীয় পুত্র অধীর দাস , তৃতীয় পুত্র অরবিন্দ দাস, ও চতুর্থ পুত্র রামকৃষ্ণ দাস, এবং এক কন্যা সঞ্চিতা দাস সহ বহু গুণ মুগ্ধদের ।। তাঁর র মৃত্যুতে চাতলা আমটিলা অঞ্চলে এক শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত উল্লেখযোগ্য তিনি চাতলা এলাকায় সমাজ সেবার কাজে জড়িত ছিলেন।
Promotional| KRC Foundation