রাজ্যের বেশ কয়েকজন মন্ত্ৰী ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা।
ডিব্রুগড় জেলার অন্তর্গত চাবুয়ার বিধায়ক বিনোদ হাজরিকার বাড়িতে অগ্নিসংযোগ করেছে নাগরিকত্ব (সংশোধনী) বিল (ক্যাব)-এর বিরোধীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাব-বিরোধী আন্দোলনকারীদের একাংশ বিধায়কের বাড়িতে আগুন ধরিয়েছে। তিনি ক্যাব সমৰ্থনকারী বিজেপি বিধায়ক, তাই ক্ষোভের বশে আগুন ধরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
গতকাল ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতে হামলার পর আজ বিধায়র বিনোদ হাজরিকার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া আজ বিহালিতে মন্ত্ৰী রঞ্জিত দত্তের বাড়ির সামনে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা। তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাব-এর বিরুদ্ধে বৃহস্পতিবারা রাজ্যের বেশ কয়েকজন মন্ত্ৰী ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনকারীরা।