চিরঘুমে বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত

< 1 - মিনিট |

অভিনেতার দেহ হাসপাতাল থেকে তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে আনা হবে। শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা স্বরূপ দত্ত। বুধবার ভোরে চলে গেলেন সাতের দশকের সুদর্শন এই নায়ক। গত শনিবার বালিগঞ্জের বাড়িতে পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে যান তিনি। সেদিনই তাঁকে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তিনদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। এদিন বার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গিয়েছেন স্ত্রী ও পুত্রকে।

পরিবার সূত্রের খবর, অভিনেতার দেহ হাসপাতাল থেকে তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে আনা হবে। শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। বরূপ দত্তের জন্ম ১৯৪১ সালের ২২ জুন। ১৯৫৮ সালে ম্যাট্রিকুলেশন সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে। এর পর আই এ উত্তীর্ণ হন বেলু়ড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে। সেন্ট জেভিয়ার্স থেকে অর্থনীতির এই স্নাতক অভিনয়ের পেশা বেছে নিয়েছিলেন নিজের প্যাশনে। স্কুলজীবনেই আলাপ উৎপল দত্তের সঙ্গে। সেই প্রভাব থেকে গিয়েছিল জীবনভর।  ‘অচেনা অতিথি’, ‘আপনজন’, ‘মা ও মেয়ে’, ‘পিতা-পুত্র’, ‘হারমোনিয়াম’ সহ অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত। ‘উপহার’ ছবিতে জয়া বচ্চনের সঙ্গে তাঁর অভিনয় তাঁকে পরিচিতি দেয় জাতীয় ছবির মঞ্চে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news