চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা’, গুজরাট এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

< 1 - মিনিট |

ঘূর্ণিঝড় ‘মহা’-র তাণ্ডবে আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, দমন ও দিউ এবং দাদর ও নাগর হাভেলিতে

কে আর সি টাইমস ডেস্ক

চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মহা’। ঘূর্ণিঝড় ‘মহা’-র তাণ্ডবে আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, দমন ও দিউ এবং দাদর ও নাগর হাভেলিতে। মঙ্গলবার নতুন করে ‘মহা’-র সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, ‘মহা’-র তাণ্ডবে এই সময়ে উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। 

আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ নভেম্বর সৌরাষ্ট্র এবং গুজরাট রিজিওনে (জুনাগড়, গীর সোমনাথ, আমরেলি, ভাবনগর, সুরাট, ভারুচ, আনন্দ, আহমেদাবাদ এবং পোরবন্দর) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের উত্তর মধ্য মহারাষ্ট্র এবং উত্তর কোঙ্কান (পালঘর এবং থানে জেলা) এবং মধ্য মহারাষ্ট্রের উত্তরের অধিকাংশ জেলায় ৭ নভেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news