শিলচর | ছাত্র আন্দোলনের উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়

< 1 - মিনিট |

দীর্ঘদিন থেকে আসাম বিশ্ববিদ্যালয় চলে আসছে দুর্নীতি এই দুর্নীতির কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণে আজকের এই আন্দোলন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: ১২ দফা দাবি নিয়ে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয় গেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উত্তাল প্রতিবাদ সৃষ্টি করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গেট সম্মুখে সংবাদমাধ্যমের সাথে কথাা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি উনারা কোন মতে মেনে নিতে পারবেন না তারা বলেন দীর্ঘদিন থেকে আসাম বিশ্ববিদ্যালয় চলে আসছে দুর্নীতি এই দুর্নীতির কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণে আজকের এই আন্দোলন।

তাদের দাবি হলো রেজাল্ট সময়মতো আসতে হবে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস অতি শীঘ্রই শুরু হতে হবে এবং আসাম বিশ্ববিদ্যালয় দুর্নীতি বন্ধ হতে হবে যদি তাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আসাম বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার কে পদত্যাগ করতে হবে এবং,তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিওকনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *