মেট্রোর তরফে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এই কথা জানান ।
দীর্ঘ ছয় বছর পর ভাড়া বাড়তে চলেছে কলকাতা মেট্রোর। এই বছরের ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকে বাড়তে চলেছে ভাড়া। প্রথম ২ কিমির জন্যই মূলত বাড়ানো হয়েছে ভাড়া। মেট্রোর পরিষেবা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। তার মধ্যে এই ভাড়া বাড়ানোয় অসন্তোষ প্রকাশ পেয়েছে তাদের মধ্যে।তবে মেট্রোর পরিষেবা উন্নত করতেই ভাড়া বাড়ানো হয়েছে বলেও অবশ্য সাফাই দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এই কথা জানান । বর্তমানে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা এবার থেকে সেই দূরত্ব কমিয়ে ২ কিমি পর্যন্ত ভাড়া হতে চলেছে ৫ টাকা। বর্তমানে ৫-১০ কিমি ১০ টাকায় যাওয়া যায়। এবার থেকে সেই ২-৫ কিমি দূরত্বে জন্য দিতে হবে ১০ টাকা। বর্তমানে ৫ থেকে ১০ কিমি যাওয়া যায়১০ টাকা এবার সেই পথ অতিক্রম করতেই ভাড়া বেড়ে হল ১৫ টাকা। ১০ থেকে ২০ কিমি যেতে এখন ভাড়া লাগে ১৫ টাকা। আগামী ৫ ডিসেম্বর থেকে সেই দূরত্ব যেতে দিতে হবে ২০ টাকা। এছাড়াও বর্তমানে ২৫ কিমি থেকে এর বেশি পথ যেতে ২৫ টাকা লাগে টবে আগামী মাস থেকে ২০ কিমির পর ভাড়া ধার্য হচ্ছে ২৫ টাকা। তবে ৪ ডিসেম্বর পর্যন্ত পুরনো ভারতেই যাতায়াত করা যাবে।