জনস্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে কাজে লাগাক সরকার, আহ্বান ইউনাটেড ফোরামের

< 1 - মিনিট |

ত্রিপুরা রাজ্য কমিটির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের লক্ষ্যে একের পর এক কমিটি গঠন করা হয় এবং কমিটিগুলির সুপারিশ মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির উপর কর্পোরেট শিল্পপতিদের হস্তক্ষেপ করার সুযোগ এসে যায়

কে আর সি টাইমস ডেস্ক

১৯শে জুলাই ২০১৯, ব্যাঙ্ক জাতীয়করণের সুবর্ণজয়ন্তী দিবস। কিন্তু এই বিশেষ দিনে ইউনাটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস্-এর ত্রিপুরা রাজ্য কমিটির অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের লক্ষ্যে একের পর এক কমিটি গঠন  করা হয় এবং কমিটিগুলির সুপারিশ মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির উপর কর্পোরেট শিল্পপতিদের হস্তক্ষেপ করার সুযোগ এসে যায়। এর ফলে ব্যাঙ্কগুলি জনস্বার্থ থেকে সরে এসে কর্পোরেট স্বার্থের অনুবর্তী হয়ে পড়েছে। তাই তারা আর কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্প নয় অগ্রাধিকার দেয় কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে কাজ করে।
এই অভিযোগ ইউনাটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস্-র ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিমল তালুকদারের। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারের ভ্রান্ত নীতির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কশিল্পকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, এই ঐতিহাসিক দিনে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস প্রত্যাশা করছে কেন্দ্রীয় সরকার দেশ ও দেশবাসীর স্বার্থে ব্যাঙ্ক জাতীয় করণের মর্যাদা দিয়ে মানুষের স্বার্থে কাজ করবে। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news